Govt Schemes Why Do Clocks Run Clockwise? By Swastika & Deep - April 20, 2021 FacebookTwitterPinterestWhatsApp Join Our WhatsApp Group For New Update Why does the clock always turn to the right? Click to find out Clock সাধারণত আবিষ্কার হয় Europe মহাদেশে। Normal Wall Clock : ঘড়ির ব্যবহার শুরু হয় প্রাচীন মিশরীয় সভ্যতা থেকে । মানুষ সর্বপ্রথম Sun Clock ব্যবহার করা শুরু করে। চীনে Water Clock আবিষ্কার করা হয় বলে ধারণা করা হয়। Sun Clock Follow on Google News 2. Water Clock 3. Hour Glass Clock 4. Electric Clock Europe মহাদেশ বর্তমানের ঘড়ির প্রচলন শুরু করে | Europe হল উত্তর গোলার্ধে অবস্থিত দেশ। তাদের জন্য দক্ষিণ আকাশে সূর্য সবসময়ই হেলে থাকে। তাই Europe এ কোন কিছুর ছায়া সূর্যের জন্য ডান দিকে ঘুরে । তাই এই বাস্তব অভিজ্ঞতালব্ধ জ্ঞানের ব্যবহার করা হয় Clock বানানোর সময় । সেই কারণে ঘড়ির কাটা ডান দিকে ঘুরে।যদি ঘড়ি দক্ষিন গোলার্ধে অবস্থিত কোন দেশে আবিষ্কার হত | তাহলে সেটা হয়ত বাম দিকেই ঘুরত তখন। আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান । Join Our WhatsApp Group For New Update