সন্ধান মিললো সৌরজগতের নতুন অতিথির | জানুন বিস্তারিত |

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

Find new guests in the solar system | Learn more |



Solar System এ নতুন অতিথি Interstellar । দেখা মিলল এক  Cometএর। ‘Nature’ পত্রিকায় সম্প্রতি প্রকাশিত জোড়া গবেষণাপত্রের দাবি | এই প্রথম এমন আদিম অবস্থায় থাকা কোনও ধুমকেতুর দেখা মিলল । 2019 সালে আবিষ্কৃত হয়েছিল 21/ বরিসভ নামের Pristine ।


Scientist এর ভাষায় এই ধরনের ধুমকেতুকে ‘Pristine’ বলা হয়। তার বয়স সম্পর্কে পরিষ্কার ধারণা করা যায় যদি ধুমকেতুর লেজ খতিয়ে দেখা হয় । এই Pristine টির ক্ষেত্রেও সেই পর্যবেক্ষণই পথ দেখাল Scientist দের।


বিজ্ঞানী লিওডমিলা কোলোকোলোভা জানিয়েছেন, ভাল করে খুঁটিয়ে দেখলে বোঝা যাবে ওই Pristine -র শরীরে কোনও ‘Crust’ অর্থাৎ শক্ত আবরণ নেই। যা দেখে তাঁরা নিশ্চিত তেজস্ক্রিয়তা ও তড়িদাহত কণার ধাক্কায় খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়নি, ওই ধুমকেতুটি ।

Google News View Now

তবে বিজ্ঞানীদের মতে, এই ধরনের অতিথি সৌরজগতে বিরল নয়। তবে দূরত্বের  ব্যবধান থাকায় অনেক বেশি তাদের খেয়াল করা যায় না।


আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান ।

WhatsApp Group Join Now
Google News View Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here