Android Phone এর Virus Remove করুন এখুনি | জেনে নিন সহজ পদ্ধতি |

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

Remove Android Phone Virus Now | Learn the easy way |



Smartphone  আমাদের জীবনের সবথেকে প্রয়োজনীয় বস্তু হয়ে উঠেছে। আর এই সুযোগ নিয়ে নিয়মিত Smartphone এ Malware পাঠানোর চেষ্টা করে যাচ্ছে Hacker-রা।আপনি নিজে থেকেই খুঁজে নিতে পারেন ম্যালিশস App। আর একবার সেই ম্যালিশস App খুঁজে পেলে, Hacker-রা আর হানা দিতে পারবে না আপনার Smartphone এ। Computer- এর Virus আপনার Phone-র কোনও ক্ষতি না করলেও | বিভিন্ন Malware আপনার Phone এ বাসা বাঁধতে পারে।


Android Phone  থেকে Virus Remove করবেন কীভাবে?


ম্যালিশস App Remove করুন – Android Smartphone এ |  বেশিরভাগ Malware ম্যালিশস App-র মাধ্যমেই আসে। যদিও Google নিয়মিত Play Store থেকে ম্যালিশস App Delete করতে থাকে। যদিও অনেক সময় আবার Google বোঝার আগেই এই App গুলি 1000 বারেরও বেশি Download হয়।

Google News View Now

Safe Mode – এই ধরনের App Remove করতে Safe Mode Click করুন । Safe Mode এ Boot করতে Power Button Hold করে ‘Reboot To Safe Mode’ Select করুন।

ম্যালিশস App চিহ্নিত করুন – Settings এ  Click  করুন তারপর Manage Apps or App Notification Tab Select করুন। তার পর সেখানে গিয়ে Download App Select করুন। Unknown App চোখে পড়লে তা আগে Uninstall করুন।

Remove Administrator Access – Settings এ Back যান। সেখানে Security-র মধ্যে ‘ Device Administrator’ Option Select করুন। সন্দেহজনক App থাকলে সেই App -র উপর Tap করে Deactivate ট করে দিন। এর পরে Uninstall করুন। শেষ হলে Phone Restart করুন।

Download & Cache Clear করুন –  কিছু Malware Adware হয়ে আপনার Browser History তে বসে থাকে।

Step 1 – Settings থেকে Apps Select করে Google Chrome বেছে নিন।

Step 2 – এখানে Storage & Cache Select করার পরে  Clear Cache Select করুন। এর পর Clear Storage Select করুন। Data Clear করে দিন। 


আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান ।

WhatsApp Group Join Now
Google News View Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here