Android Phone এর Virus Remove করুন এখুনি | জেনে নিন সহজ পদ্ধতি |

Remove Android Phone Virus Now | Learn the easy way |



Smartphone  আমাদের জীবনের সবথেকে প্রয়োজনীয় বস্তু হয়ে উঠেছে। আর এই সুযোগ নিয়ে নিয়মিত Smartphone এ Malware পাঠানোর চেষ্টা করে যাচ্ছে Hacker-রা।আপনি নিজে থেকেই খুঁজে নিতে পারেন ম্যালিশস App। আর একবার সেই ম্যালিশস App খুঁজে পেলে, Hacker-রা আর হানা দিতে পারবে না আপনার Smartphone এ। Computer- এর Virus আপনার Phone-র কোনও ক্ষতি না করলেও | বিভিন্ন Malware আপনার Phone এ বাসা বাঁধতে পারে।


Android Phone  থেকে Virus Remove করবেন কীভাবে?


ম্যালিশস App Remove করুন – Android Smartphone এ |  বেশিরভাগ Malware ম্যালিশস App-র মাধ্যমেই আসে। যদিও Google নিয়মিত Play Store থেকে ম্যালিশস App Delete করতে থাকে। যদিও অনেক সময় আবার Google বোঝার আগেই এই App গুলি 1000 বারেরও বেশি Download হয়।

Safe Mode – এই ধরনের App Remove করতে Safe Mode Click করুন । Safe Mode এ Boot করতে Power Button Hold করে ‘Reboot To Safe Mode’ Select করুন।

ম্যালিশস App চিহ্নিত করুন – Settings এ  Click  করুন তারপর Manage Apps or App Notification Tab Select করুন। তার পর সেখানে গিয়ে Download App Select করুন। Unknown App চোখে পড়লে তা আগে Uninstall করুন।

Remove Administrator Access – Settings এ Back যান। সেখানে Security-র মধ্যে ‘ Device Administrator’ Option Select করুন। সন্দেহজনক App থাকলে সেই App -র উপর Tap করে Deactivate ট করে দিন। এর পরে Uninstall করুন। শেষ হলে Phone Restart করুন।

Download & Cache Clear করুন –  কিছু Malware Adware হয়ে আপনার Browser History তে বসে থাকে।

Step 1 – Settings থেকে Apps Select করে Google Chrome বেছে নিন।

Step 2 – এখানে Storage & Cache Select করার পরে  Clear Cache Select করুন। এর পর Clear Storage Select করুন। Data Clear করে দিন। 


আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here