Mobile Internet & Wi-Fi Internet -পার্থক্য অনেক | পড়ুন বিস্তারিত |

Mobile Internet & Wi-Fi Internet there are many differences



Wi-Fi হল একটি wireless signal যেটা ব্যবহার করে একাধিক computer device পরস্পরে সংযুক্ত থাকতে পারে ৷ ফলে একজন আরেকজনের সাথে file বা data আদান প্রদান করতে পারে ৷ আর এই wireless signal এর ফলেই device ” internet data ” নিজেদের মধ্যে Share করে নেওয়ার সুবিধে পেয়ে থাকে ৷


Wi-Fi এর সম্পূর্ণ নাম হল ” Wireless Fidelity ” | এটা হল একটি ‘wireless networking technology’ |যা ব্যবহার করে প্রত্যেকেই নিজেদের ঘরে বা দপ্তরে  internet এর ব্যবহার করছি ৷ আমরা আমাদের , computer , laptop , Smartphone বা অন্যান্য device এই technology র মাধ্যমে পরস্পরে Connect করি | তাদের মাধ্যমে data or internet এর আদান প্রদান করাতে পারি ৷


Computer device পরস্পরে সংযোগ করতে wire- এর দরকার হয়না । wirelessly  Device গুলি Connect করা সম্ভব। এটাই Wi-Fi Connection এর মূল সুবিধে ও লাভ ।


তবে Wi-Fi Network  এর মাধ্যমে সংযুক্ত Computer বা smartphone-মধ্যে data or  internet এর আদান প্রদান করার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতাও রয়েছে


  1. Device গুলিকে Wi-Fi এর মাধ্যমে connect করানোর জন্য , প্রত্যেকটি Device Wi-Fi network এর নির্ধারিত সীমার ভেতরে থাকতে হবে ।
  2. Network এর সীমার বাইরে থাকা device গুলোকে সেই Wi-Fi network এর সাথে connect করা যাবেনা ।

Wi-Fi & Mobile Internet -র মধ্যে পার্থক্যঃ


  1. Wi-Fi এর জন্য Monthly আপনাকে একটা নির্দিষ্ট পরিমান টাকা বিল দিতে হবে।

  2. Mobile Internet এ আপনাকে কোনো টাকা বিল হিসেবে দিতে হবে না।কিন্তু আপনাকে নির্দিষ্ট পরিমান MB কিনতে হবে Internet ব্যবহার করার জন্য।

  3. Wi-Fi Internet-র ব্যবহার শুধু আপনি যত টুকু স্থানে এর Connection পাবেন তত টুকু স্থানেই use করতে পারবেন।

  4. Mobile Internet আপনি যেখানে খুশি ব্যবহার করতে পারবেন। Mobile Internet এ কোনো স্থান সীমাবদ্ধতা নেই |

  5. আপনি Wi-Fi এর মত Mobile Internet-এ Hotspot চালু করে একাধিক মোবাইলে Internet ব্যবহার করতে পারবেন।আর এক্ষেত্রে আপনাকে Wi-Fi এর মতই একটা Password ব্যবহার করতে হবে

    আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here