Social News

বাড়িতে মশার উৎপাত কমাতে চান | প্রাকৃতিক উপায় অবলম্বন করুন |

Want to reduce mosquito infestation at home | Take the natural way



মশার উৎপাত বাড়ছে গরমে । মশা তাড়ানোর Spray বা অন্য রাসায়নিক কাজে লাগে ঠিকই | কিন্তু শরীরের উপর কিছু খারাপ প্রভাবও আছে সেগুলির । এখন প্রাকৃতিক উপায়েই তাড়িয়ে ফেলা যেত মশা যাই |এমন কয়েকটি গাছ রয়েছে, যা বাড়িতে লাগালে, তার গন্ধেমশা পালাবে ।


Lavender: সাধারণত এই গাছের চার পাশে মশা কেন কোনও পোকামাকড়ই দেখতে পাওয়া যায় না। গন্ধের কারণেই পোকারা এই গাছ থেকে দূরে থাকে। বাড়ি থেকে মশা তাড়াতে তাই এই গাছ বসাতেই পারেন। তবে মনে রাখবেন, শীতে এই গাছের বৃদ্ধি কমে যায়। গরমে আবার তা ফিরে আসে।


Merry Gold: শুধুমাত্র ফুলের কারণে নয়, এই গাছ বাগানে রাখার অন্য একটা বড় কারণও আছে। গাঁদার গন্ধে মশা-সহ বহু পোকামাকড় পালায়। আপনার বাগানে বা বারান্দায় এই গাছ থাকলে, সেই পথ দিয়ে মশা ঢুকতে চায় না।


Rose Merry: এই গাছের চাষ হয় মশলা হিসেবে ব্যবহার করার জন্য |  এর পাতার গন্ধে শুধু মশা নয়, বেশ কিছু পতঙ্গ পালায়।


Basile: এই গাছটির পাতাও খুব জনপ্রিয় মশলা হিসেবে । এর গন্ধেও মশার অস্বস্তি হয় তাই এরা কাছে আসে না। তবে একটু ভেজা পরিবেশ দরকার এর বেঁচে থাকার জন্য । আবার একই সঙ্গে রোদও। কিন্তু সেই পথে মশার আনাগোনা অনেকটাই কমে।


আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button