Mapping Portal তৈরী করলো ISRO | আর Google Map এর ওপর নির্ভরযোগ্য হতে হবে না |

You don’t have to rely on Google Map anymore |



Map My India : 


রাস্তাঘাটের ঠিকানা খুঁজে পেতে বিদেশি সংস্থার উপর ভরসা না রেখে, আত্মনির্ভর হতে উদ্যোগী ISRO। গুগল ম্যাপের প্রতিদ্বন্দ্বী Mapping Portal বানানোর কথা ভাবছে তারা।


PTI সংবাদসংস্থা জানিয়েছে এই তথ্য। এই New App হবে সম্পূর্ণ Indian Technology তে এবং India তে তৈরি।


ISRO ইতিমধ্যেই দেশের একটি Technology সংস্থার সঙ্গে সমঝোতা স্বাক্ষর করেছে । সংস্থাটির নাম Map My India । Google Map- র মতো Map তৈরি করার জন্য যে Geospatial পরিষেবা ও Technology দরকার তাই বানানোর কাজ করে Map My India। এই Technology-র কাজ হল ভূপৃষ্ঠের উপরে থাকা যে কোনও বস্তু সম্পর্কে Data Collectকরা ।


Map My India- র সংস্থা CE Info System PVt. Ltd. কেন্দ্রের মহাকাশ গবেষণা বিষয়ক দফতরের সঙ্গে এই সমঝোতা স্বাক্ষর করেছে । CE Rohan Barman জানিয়েছেন , Online এ ISRO- র সঙ্গে তাদের নতুন উদ্যোগের কথা | আর নির্ভর করতে হবে না Google Map-র উপর |


আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here