3000 বছরের পুরোনো এক শহর পাওয়া গেলো মাটি খুঁড়ে | জানতে হলে ক্লিক করুন |

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

A 3000-year-old city was find out 



মিশরে তুতেনখামেনের সমাধি আবিষ্কৃত হয়েছিল মিশরে 1922 সালে | এবার মিশরের দক্ষিণে লাক্সর শহরের নিচে 3000 বছরের পুরনো এক শহরের সন্ধান পাওয়া গেল । প্রত্নতত্ত্ববিদদের মতে, প্রাচীন মিশরের জীবনযাত্রা কেমন ছিল এই ধ্বংসস্তূপ থেকেই জানা যেতে পারে | একসময় এই শহরে বসবাস করতেন তুতেনখামেন ।  


আতেন ছিল হারিয়ে যাওয়া শহরটির নাম । রাজা তৃতীয় আমেনহোটেপ এই শহরটি প্রতিষ্ঠা করেন। তৃতীয় আমেনহোটেপ -র ছেলে তুতেনখামেন। তিনি ছিলেন মিশরের 1800 শতকের রাজবংশের এক রাজা। তাঁদের বংশ 1391 – 1353 খ্রীষ্টপূর্বাব্দ পর্যন্ত মিশর শাসন করেছিল।


প্রত্নতত্ত্ববিদদের টিমে ছিলেন Bartley Brian | যিনি আমেরিকার John Hopkins University -র Professor । তিনি বলেন, তুতেনখামেনের সমাধির পরে মিশরে আরও একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার হল। যখন সবচেয়ে ধনি ছিল মিশর , তখনই এই শহরের পত্তন হয়।‌

Google News View Now

ইতিমধ্যেই আতেন শহরের ধ্বংসাবশেষ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মিশরের বিশেষজ্ঞরা । লাক্সরে খোঁড়াখুঁড়ি শুরু হয়েছে । মূলত রাজা 3rd Rameses & 3rd Amenhotep -র মন্দিরের মাঝে খননকার্য চালানো হয়েছিল।


প্রত্নতত্ত্ববিদরা বলেছেন, ‘‌খননকার্য শুরুর কয়েক সপ্তাহের মধ্যে দেখা গেলো এক চমকপ্রদ দৃশ্য | মাটির নিচ থেকে প্রায় একটি শহর বেরিয়ে এল যা বছরের পুরোনো । দেওয়ালগুলো ছিল অক্ষত এবং ঘরগুলো ছিল সেকালের জিনিসপত্রে ভর্তি।  ‌


আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান |

WhatsApp Group Join Now
Google News View Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here