Heads Up ! আপনি কি রাস্তায় ফোন দেখতে দেখতে হাটেঁন | জেনে নিন Google-এর নতুন ফিচারস |

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

Do you walk down the street to see a phone? Learn about Google’s new features


ww

 


Google নিয়ে হল Google Heads Up Feature | User দের জন্য চমৎকার একটি Feature | রাস্তাঘাটে আপনার অন্যমনস্কতা দূর করবে নতুন Feature| যার নাম Google Heads Up |


এই Feature কী ভাবে কাজ করবে | জেনে নিন।

রাস্তায় হাঁটার সময় স্মার্টফোনের ফোনের দিকে তাকালেই Google, তার এক নতুন ফিচারের মাধ্যমে আপনাকে Warning দেবে |

Group Cards
Google News View Now

Google-এর এইNew Feature-র নাম Heads Up। এই Tech Giant-র Digital Wellbeing App-র অন্তর্গত Google Heads Up Feature। বিশ্বব্যাপী সমস্ত ইউজারের জন্য ইতিমধ্যেই Feature টি Rollout করা হয়েছে ।


কিন্তু এই ফিচারের সাহায্যে ঠিক কী হবে?

 Google Heads Up Feature আপনার Phone থেকে একবার Activate করুন | তাহলে Google  রাস্তাঘাটে চলার সময়ে আপনাকে Warning দেবে।


আপনার ফোনে Google Heads Up Feature Activate করে রেখেছেন। আর আপনার ফোনে Notification এল। ঠিক তখনই আপনি রাস্তায় হাঁটতে হাঁটতে Phone টি Check করবেন। আর যেই আপনি ফোনটি খোলার সঙ্গে সঙ্গে Google তার Heads Up Feature-এর সাহায্যে Be careful, Look ahead, Stay focused, Look up, Stay alert, Watch out & Watch your step – etc. ,Warning আপনাকে দিতে থাকবে।


User দের Digital Wellbeing App থেকে Heads Up Feature টি Manually Activate করতে হবে। তার জন্য আপনার কাছে Location Permission চাওয়া হবে | আপনি Location On করবেন  তা দেবেন ও আপনার Physical Activity-র Access দেবেন| সঙ্গে সঙ্গেই Google Heads Up Feature Activate হয়ে যাবে।


Google Heads Up Feature Rollout একমাত্র করার অন্যতম উদ্দেশ্য হল পথ নিরাপত্তা। অন্যমনস্কতার কথা আপনাকে Google যাতে আপনার রাস্তায় চলাফেরা অত্যন্ত নিরাপদ হয়।


ইতিমধ্যেই Google তার Digital Wellbeing App-র Beta Version Rollout করেছে। নতুন User-দের জন্য এই App-র Latest Version Digital Wellbeing v1.0.3.64375698।


App টি দেখা যাবে কেবলমাত্র Pixel 4a এবং Pixel 5 Device-র ক্ষেত্রে। খুব শিগগিরই এই Feature অন্যান্য Android Device এ ও Rollout করা হবে |


Android Smartphone থেকে Digital Wellbeing App এ ঢুকে, তার Settings Check করতে হবে। তার পরে Cache Clear করতে হবে | এবং App টিকে Force Stop করাটা জরুরি। Re-Open করলেই আপনি দেখতে পাবেন Google Heads Up Feature।


আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান । 

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here