Social News

অ্যান্টার্কটিকায় বেশ কয়েকটি সামুদ্রিক প্রাণীর হদিশ মিলল যা ৫০ বছর ধরে হিমশৈলের নিচে চাপা পরে ছিল ।

From the polar stern all the species of aquatic animals found



‘A-74’ -উত্তর অ্যান্টার্কটিকায় পুরু বরফের আস্তরণ থেকে ফাটল ধরে আলাদা হয়ে যাওয়া হিমশৈল। অ্যান্টার্কটিকায় জার্মানির গবেষণা জাহাজ ‘Polar stern’ | সমুদ্রপৃষ্ঠ থেকে ১৮ মাইল নীচে রয়েছে ওই সব প্রজাতির জলজ প্রাণী ।


Polar stern থেকে যে সব প্রজাতির জলজ প্রাণীর হদিশ পেয়েছেন| তাদের মধ্যে রয়েছে ‘Mollusca’, ‘Filter Feeder’, ‘Sea Star’, ‘Sea Cucumber’ এবং অন্তত 5 টি নতুন প্রজাতির Fish। পেয়েছেন ২টি নতুন প্রজাতির Squid-ও।


Germany- র ‘Polar Stern’ মিশনের দায়িত্বে রয়েছে Alfred Wegener Institute for Polar and Marine Research (AWI) |


বেশ কয়েকটি প্রজাতির জলজ প্রাণীর হদিশ মিলেছে Sunlight ছাড়া যাদের বিপাকক্রিয়া হতেই পারে না। টানা 50 বছর ধরে ওই সুবিশাল হিমশৈলে চাপা পড়ে অ্যাটার্কটিকা সংলগ্ন ওয়েডেল সাগরের 30 Km নীচে ওই প্রজাতির প্রাণীগুলি বেঁচে রয়েছে কী ভাবে


আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান । 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button