1st April থেকেই রান্নার গ্যাস, PF ও পেনশন এর নতুন নিয়ম চালু হবে | জেনে নিন সেগুলিই কী কী |

The new rules for cooking gas, PF and pension will be introduced from 1st April Find out what they are



আগামী ১ এপ্রিল থেকে চালু হচ্ছে বেশ কিছু নতুন  নিয়ম। PF, আয়কর, পেনশন থেকে রান্নার গ্যাস- অনেক ক্ষেত্রেই আসছে পরিবর্তন । সময় থাকতেই, জেনে নিন আর বেশিদিন নেই।


কেন্দ্রীয় বাজেটে PF -এ 2.5 লক্ষ টাকা পর্যন্ত জমা দিলে সুদে আয়কর-মুক্তির সুবিধা মিলবে | জানিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।


পরে সেই উর্ধ্বসীমা বাড়িয়ে 5 লক্ষ টাকা করার ঘোষণা করেন নির্মলা। এখানে বিদিবদ্ধ প্রয়োজনীয়তার অধিক টাকা জমা রাখা যাবে না, এই শর্ত বলা হয়েছে।


Senior Citizen-র আয়করে New Rules :

যাঁদের বয়স ৭৫ বছর ও তার উর্ধ্বে | এই বয়সী পেনশনভোগীদের এখন থেকে আয়কর Return File করতে হবে না।


LTC : এবছর LTC খাতে করমুক্ত নগদ টাকা পাবেন কর্মীরা।


আগামী 1st April থেকে রান্নার গ্যাসের দাম : সংস্থাগুলি প্রতি মাসের শুরুতেই রান্নার গ্যাসের নয়া দাম ঘোষণা করে সরবরাহকারী । গত মাসে প্রায় ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে দাম। এ মাসে তা কতটা পরিবর্তন হলো সেটাই দেখার।


আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here