1st April থেকেই রান্নার গ্যাস, PF ও পেনশন এর নতুন নিয়ম চালু হবে | জেনে নিন সেগুলিই কী কী |

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

The new rules for cooking gas, PF and pension will be introduced from 1st April Find out what they are


lt


আগামী ১ এপ্রিল থেকে চালু হচ্ছে বেশ কিছু নতুন  নিয়ম। PF, আয়কর, পেনশন থেকে রান্নার গ্যাস- অনেক ক্ষেত্রেই আসছে পরিবর্তন । সময় থাকতেই, জেনে নিন আর বেশিদিন নেই।


কেন্দ্রীয় বাজেটে PF -এ 2.5 লক্ষ টাকা পর্যন্ত জমা দিলে সুদে আয়কর-মুক্তির সুবিধা মিলবে | জানিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।


পরে সেই উর্ধ্বসীমা বাড়িয়ে 5 লক্ষ টাকা করার ঘোষণা করেন নির্মলা। এখানে বিদিবদ্ধ প্রয়োজনীয়তার অধিক টাকা জমা রাখা যাবে না, এই শর্ত বলা হয়েছে।

Group Cards
Google News View Now

Senior Citizen-র আয়করে New Rules :

যাঁদের বয়স ৭৫ বছর ও তার উর্ধ্বে | এই বয়সী পেনশনভোগীদের এখন থেকে আয়কর Return File করতে হবে না।


LTC : এবছর LTC খাতে করমুক্ত নগদ টাকা পাবেন কর্মীরা।


আগামী 1st April থেকে রান্নার গ্যাসের দাম : সংস্থাগুলি প্রতি মাসের শুরুতেই রান্নার গ্যাসের নয়া দাম ঘোষণা করে সরবরাহকারী । গত মাসে প্রায় ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে দাম। এ মাসে তা কতটা পরিবর্তন হলো সেটাই দেখার।


আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান ।

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here