Social News

আসুন জেনে নিই এক সফল মহিলা ক্যাপ্টেন এর কথা | পড়ুন বিস্তারিত |

Let’s find out about a successful female captain Read more



ক্যাপ্টেন এলসলেহডারের নাম উঠে আসে ,যখন পণ্যবাহী জাহাজ এম ভি এভার গিভেন যখন সুয়েজ খালে আটকে পড়েছিল | এই ঘটনায় তাঁকে দায়ী করা করে হয়।পরে দেখা যায়, তিনি সেদিন সেখানে ছিলেনই না।কয়েকশত মাইল দূরে আলেকজান্দ্রিয়া বন্দরে কর্মরত ছিলেন Captain । তাঁর নাম জড়িয়ে পড়ায় প্রতিবাদে সরব হন মিশরের ওই মহিলা শিপ ক্যাপ্টেন।


তিনি বলেন, আমায় নিশানা করা হয়েছে এই কারণ আমি একজন সফলতম মহিলা ক্যাপ্টেন। আমি একজন মিশরীয় বলে আমাকে নিশানা করা হচ্ছেএমনটা হতেও পারে যে ।‌ একইসঙ্গে মহিলা শিপ Captain বলেন ,  ‌আমাদের সমাজে এটা পছন্দ করে না যে একজন মহিলা জাহাজে কাজ করবে।


পরে জানা যায়, সুয়েজ খালে পণ্যবাহী একটি জাহাজ আটকে পড়ে |যেটি সরাতে প্রায় One Week সময় নেয়। এর ফলে, ওই খালে প্রায় 300 টিরও বেশি জাহাজ আটকে পড়ে। গত 29th March খাল খেকে জাহাজটিকে পুরোপুরি সরানো সম্ভব হয়। এরপর 3rd April -র মধ্যে জাহাজ চলাচল স্বাভাবিক হয়ে যায়।


আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button