এবার হারানো মোবাইল খুঁজে দেবে Thief Guard |ফোন চুরি হয়ে গেলে কিভাবে খুঁজে পাবেন ? জানতে ক্লিক করুন |

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

এবার হারানো মোবাইল খুঁজে দেবে Thief Guard |ফোন চুরি হয়ে গেলে কিভাবে খুঁজে পাবেন ? জানতে ক্লিক করুন |(Thief Guard will find the lost mobile phone. How to find the stolen phone? Click to find out)

Smart Update24, by Swastika Paul

 


Softalogy Limited এর দ্বারা মোবাইল চুরি করে নিয়ে গেলেও চোর বন্ধ করতে পারবে না। এমনকি Mobile এর সিম যদি চোর পরিবর্তন করে সেই নতুন নম্বরও পেয়ে যাবেন ফোনের প্রকৃত মালিক।

Google News View Now

এজন্য মোবাইল চুরি বা হারিয়ে গেলে সঙ্গে সঙ্গে যেকোনো Smartphone or Computer থেকে www.thiefguardbd.com ওয়েবসাইটে গিয়ে user name ও password দিয়ে login করতে হবে। login করে চুরি হওয়া মোবাইল ফোনের ক্যামেরা চালু করা যাবে। এরপর থেকে মোবাইল ফোনটি দিয়ে ছবি তোলা ও সংগ্রহ করা যাবে। এ সময় GPS চালু করলে কোথায় আছে মোবাইল ফোনটি তা জানা যাবে।


APP-টির বৈশিষ্ট্য হলো- ফোনের মালিক হারিয়ে যাওয়া Phone-র screen lock করতে পারবেন। যেকোনো সময় ভাইরাস স্ক্যানসহ একাধিক কাজ করতে পারবেন। যেকোনো জায়গায় যেকেউ পকেট থেকে ফোনটি বের করতে চাইলে সাইরেন বেজে উঠবে। ফোনটি টেবিলে বা চার্জে দিয়ে অন্য কোথাও থাকলে এবং সেসময় কেউ ওই ফোন চার্জ থেকে খুলতে চাইলে সঙ্গে সঙ্গে সাইরেন বেজে উঠবে। আর এই সাইরেন বাজতেই থাকবে যতক্ষণ পর্যন্ত সঠিক pattern দিয়ে নির্দিষ্ট অপশনে গিয়ে বন্ধ না করা হবে।


APP-টি Android 7 থেকে যেকোনো ভার্সনে ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা |


আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান । আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন । বিজ্ঞান বিষয়ে আরও পোস্ট পড়তে আমাদের ফেসবুক পেজে লাইক করুন ।

WhatsApp Group Join Now
Google News View Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here