পৃথিবীর খুব কাছ দিয়ে ঘেঁষে বেরিয়ে গেলো Asteroid 2001 F032 | পড়ুন বিস্তারিত |

Join Our WhatsApp Group For New Update

Asteroid 2001 F032 came out very close to the earth Read more


The asteroid 2001 FO32 came out of Earth only 2 million km away



বড় বিপদ থেকে বাঁচল পৃথিবী ও পৃথিবীবাসী | পৃথিবীর একদম গা ঘেঁষে বেরিয়ে গেল একটি বড় গ্রহাণু Asteroid | এই Asteroid -র নাম 2001 FO32৷ এই Asteroid পৃথিবীর গা ঘেঁষে 34 Km/s যাচ্ছিল | এই প্রচণ্ড গতিতে পৃথিবীর ক্ষতি হয়ে যেতে পারতো |


অ্যাস্টোরয়েড 2001 FO32 পৃথিবী থেকে মাত্র 20 লক্ষ KM দূর দিয়ে বেরিয়ে গেছে৷


নাসা (NASA)-র বিজ্ঞানীদের মতে এই Asteroid এত তাড়াতাড়ি ঘুরতে পারে না | কিন্তু পৃথিবীর পাস দিয়ে যাওয়ার সময় হঠাৎ এরকম গতিতে যাওয়ার কারণ এর Orbit ৷ নিজের অক্ষে ঘোরার সময় সূর্যের থেকে শক্তি নিয়ে নিজের গতি বৃদ্ধি করে৷ বিজ্ঞানীরা জানিয়েছে এই Asteroid 2001 FO32 কে যখন দেখা যায় তখন এ পৃথিবীর দিকে 39 Degree হেলে ছিল৷ এর জন্য সূর্যের প্রায় কাছে গিয়ে গতিবৃদ্ধি করেছিল৷


আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান । আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন । বিজ্ঞান বিষয়ে আরও পোস্ট পড়তে আমাদের ফেসবুক পেজে লাইক করুন । পুরো পোস্ট টি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

Join Our WhatsApp Group For New Update

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here