এই প্রথমবার চাঁদে হাঁটবেন এক মহিলা মহাকাশচারী ও একজন অশ্বেতাঙ্গ |

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

This is the first time a female astronaut and a black man will walk on the moon



NASA-র আসন্ন চন্দ্রাভিযান ‘Mission Artemis’ -এর প্রথম চাঁদে হাঁটবেনএক মহিলা মহাকাশচারী |


NASA-র তদারকি Administrator Steve Jarsijuk এ কথা জানিয়েছেন। বলেছেন, ‘‘৫ দশক চন্দ্রাভিযান শুরু করছে NAS | তাতে 4 মহাকাশচারী হাঁটবেন চাঁদের বুকে। তাঁদের মধ্যে এক জন মহিলা, দ্বিতীয় জন অশ্বেতাঙ্গ।’’


Artemis -সহ বিভিন্ন ধরনের মহাকাশ ও পৃথিবী সংক্রান্ত গবেষণায় আগামী অর্থবর্ষে NASA-র জন্য ব্যয়বরাদ্দের প্রস্তাব কংগ্রেসে পেশ করে আমেরিকার প্রেসিডেন্ট Jo Biden-র প্রশাসন। 5 দশক পর NASA যে চন্দ্রাভিযান শুরু করতে চলেছে, তাতে এক মহিলা ও এক জন অশ্বেতাঙ্গ থাকবেন। এবং হাঁটবেন চাঁদের বুকে। NASA-র আপাতত লক্ষ্য, আর 2024-র মধ্যেই চাঁদে মানুষ পাঠানো।

Google News View Now

 Ex-President Donald Trump -র প্রশাসন ঘোষণা করেছিল, আসন্ন Artemis মিশনে অন্যদের সঙ্গে এক মহিলা মহাকাশচারীও চাঁদে হাঁটবেন । বাকিদের মধ্যে এক জন অশ্বেতাঙ্গও থাকছেন |


মহাকাশচারী Youjin Karnan চাঁদের বুকে শেষ হেঁটেছিলেন | NASA-র ‘Apollo -17’ মিশনের কম্যান্ডার ছিলেন তিনি । 14th December, 1972 তিনি হেঁটেছিলেন চাঁদের বুকে।


তারও ৩ বছর আগে, 1969-এ চাঁদের বুকে মানুষের প্রথম পদক্ষেপের সূচনা হয়েছিল । সেই বছরের 20th July প্রথম চাঁদের বুকে মানুষের পা পড়েছিল । নাসার ‘Apollo -11’ মিশনের দুই মহাকাশচারী Neil Armstrong & Buzz Aldrin হেঁটেছিলেন ।


চাঁদে প্রথম পা রেখেছিলেন Neil Armstrong । তার 20 Minutes পর পা রেখেছিলেন Buzz Aldrin । July, 1969 থেকে 1972, December পর্যন্ত NASA-র বিভিন্ন মিশনে মোট 12 জন মহাকাশচারী হেঁটেছেন চাঁদের বুকে। তাঁদের মধ্যে কোনো মহিলা, অশ্বেতাঙ্গও ছিলেন না ।


আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান ।

WhatsApp Group Join Now
Google News View Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here