বিশ্বের উষ্ণতম স্থান ভুবনেশ্বর | ৭৩ বছরের রেকর্ড ভাঙল | জানুন বিস্তারিত |

The warmest place in the world is Bhubaneswar Broke the 73-year record Learn more |



বিশ্বের ‘উষ্ণতম’ স্থান হিসেবে রেকর্ড গড়ল ভারতের ভুবনেশ্বর । 73 বছরের রেকর্ড ভেঙে দিল ভুবনেশ্বর। ভুবনেশ্বরে 44.2  ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলে থার্মোমিটারের পারদ |  মঙ্গলবার পারদ ছুঁয়েছিল 44.6 ডিগ্রি সেলসিয়াস ময়ূরভঞ্জ জেলার বারিপদায় | যা ভারত তথা বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রা |


বিশ্বের উষ্ণতম স্থানের তালিকায় রয়েছে বালাসোরও। যা ওড়িশার আরেক শহর | বালাসোরে তাপমাত্রা 43 ডিগ্রি C | ভুবনেশ্বর ওড়িশার রাজধানী হিসেবে স্বীকৃতি পায় 1948 সালে | তারপর থেকে এতো বেশি তাপমাত্রা কখনো হয়নি ভুবনেশ্বরে |


আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here