Delhi University approves open book exams for engineering students

Join Our WhatsApp Group For New Update

Indian universities will take the exam in an open book system



Delhi University: Covid-19 2nd Stage এ India। সংক্রমণ ও মৃত্যু বাড়ছে। এ Situation এ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ।

Student-দের শিক্ষাজীবন চালু রাখতে চলছে Online Class। এ Situation-র মধ্যে Open Book পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার কথা জানাল University of Delhi।

বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, করোনায় পিছিয়ে থাকা শিক্ষাব্যবস্থার গতি ফিরিয়ে আনতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে | 7th June থেকে এ পরীক্ষা শুরু হবে।

Read More: Black Fungus Update: Can you catch black fungus from your refrigerator or onion? Read details

Delhi University-ররীক্ষার ডিন ডি এস রাওয়াত স্বাক্ষরিত এক Notification এ তথ্য জানানো হয়ে।

 Notification এ বলা হয়েছে, শেষ বছরের মতোই Online Open Book System-র মাধ্যমে Final Semester/Final Year-র পরীক্ষা হবে।

Exam Start হবে 7th June থেকে। Online Open Book Exam-র The second stage শুরু হবে September মাস থেকে।

Student-রা তাঁদের পছন্দমতো জায়গা থেকে বা সংশ্লিষ্ট College/University থেকে Exam দিতে পারবেন।

এ Exam শুরুর কথা ছিল 1st June থেকে। কিন্তু Covid-19-র বর্তমান পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত থেকে সরে আসে University authorities |

বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে জানানো হয়েছে, May/June মাসের Final Semester 1st June থেকে শুরু হওয়ার কথা ছিল |

Read More: Cyclone Yash will not be as terrible as Amphan, Reported by Air Office

তার পরিবর্তে সংশ্লিষ্ট Exam 7th Juneথেকে শুরু হবে। একই সঙ্গে 15th May এ পরীক্ষা হওয়া নিয়ে যে Date sheet release করা হলো, তা–ও প্রত্যাহার করা হলো।

নতুন Date Sheet খুব দ্রুতই University-Official Website এ Upload করা হবে।

আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান |

Join Our WhatsApp Group For New Update

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here