Cyclone Yash will not be as terrible as Amphan, Reported by Air Office

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

Cyclone Yash will not extremely terrible


go 1 2


Cyclone Yash terrible: গত বছর ঘূর্ণিঝড় আমফানের দাপটে লন্ডভন্ড হয়ে গিয়েছিল Kolkata ৷

এছাড়াও পূর্ব মেদিনীপুর, দুই চব্বিশ পরগণা |  ফিরিয়ে এনেছিল 2009 সালের May মাসের আর এক বিধ্বংসী ঘূর্ণিঝড় আয়লার স্মৃতি৷

এবার বাংলায় Yash-কে নিয়েও একই আতঙ্ক তৈরি হয়েছিল ৷

Group Cards
Google News View Now

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে ,আমফানের মতো প্রলয় চালাবে না যশ ৷ তবে প্রস্তুতিতে কোনও ত্রুটি রাখছে না রাজ্য প্রশাসন৷

Eastern Director of Alipore Meteorological Department সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এ দিন বলেন,Yash-র বেশ কিছু পার্থক্য রয়েছে আয়লা, আমফানের সঙ্গে |

সরাসরি রাজ্যে আঘাত হেনেছিল আয়লা এবং আমফান ৷ কিন্তু Yash আছড়ে পড়তে চলেছে Balasore in Orissa-র কাছে৷

ফলে Orissa লাগোয়া East Midnapore জেলায় Yash বিধ্বংসী রূপ নিলেও রাজ্যের বাকি অংশে ধ্বংসলীলা চালাবে না বলেই আশাবাদী Meteorologist-রা৷

অবশ্য Yash-র সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় 185 KM,পূর্ব মেদিনীপুরে ৷

কিন্তু দুই চব্বিশ পরগণা, , Kolkata, Howrah and Hooghly-র মতো জেলাগুলিতে তার Maximum speed থাকতে পারে ঘণ্টায় 80 KM |

গাঙ্গেয় West Bengal-র আরও ভিতরের জেলাগুলিতে আরও কম থাকবে ঝড়ের গতিবেগ৷

সঞ্জীববাবু বলেন, ‘Speed দিয়ে পুরোটার বিচার হয়না৷ সরাসরি আমাদের রাজ্যে আঘাত এনেছিল আয়লা, আমফান ৷ সেখান Yash ওড়িশা হয়ে এ রাজ্যে ঢুকবে৷ পুরোটা আমাদের রাজ্যের উপর দিয়ে গিয়েছিল আয়লার ক্ষেত্রে ৷

আমফানের ক্ষেত্রেও সাগরের কাছে আছড়ে পরার পর Calcutta, North Twenty-four Parganas হয়ে তা বাংলাদেশের দিকে চলে গিয়েছিল৷

অর্থাৎ আমাদের কলকাতার বুক চিড়ে চলে গিয়েছিল আমফান৷ আর Yash সেখানে চলে যাবে Jharkhand-র উপরের দিকে৷

সঞ্জীববাবু আরও বলেন, ওড়িশার বালাসোরে থেকে দিঘার দূরত্ব প্রায় 100 KM ৷ দক্ষিণ চব্বিশ পরগণার সাগরের দূরত্ব 120 KM ৷ আর Kolkata-র দূরত্ব প্রায় 200 KM ৷ ফলে Kolkata বা দুই চব্বিশ পরগণায় Yash-র দাপট অনেকটাই কম হবে বলেই মত Meteorologis-দের৷

Yash-র দাপটে পূর্ব মেদিনীপুর, দুই চব্বিশ পরগণা, কলকাতা. হাওড়ায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে৷ আরও কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে ৷ Tuesday এবং Wednesday দুই চব্বিশ পরগণা, কলকাতা, হাওড়া, হুগলিতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর৷

Air Office-র তরফে জানানো হয়েছে, আগামী Wednesday দুপুরের দিকে ওড়িশার বালাসোরের কাছাকাছি স্থলভাগে প্রথম আঘাত হানবে Yash ৷

ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বালাসোরের সঙ্গে ভদ্রক, কেন্দুপাড়া, জগৎসিংহপুরে প্রভূত ৷ একই ধরনের আশঙ্কা রয়েছে এ রাজ্যের East Midnapore-কে নিয়ে৷ কারণ এই সমস্ত জায়গাতেই Yash আছড়ে পড়ার সময় Maximum Speed থাকতে ঘণ্টায় 155 -165 KM |

যা Maximum 185 KM  পৌঁছতে পারে৷

Meteorologis-রা জানিয়েছেন, Yash-র দাপটে পূর্ব মেদিনীপুরে সমুদ্রে 2-4 মিটার জলস্ফিতি ঘটতে পারে৷ দক্ষিণ চব্বিশ পরগণায় তা থাকবে 1-2 Meter-র মধ্যে৷

আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান |

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here