Black Fungus Update: Can you catch black fungus from your refrigerator or onion ? Read details

Update: Black spots on the skin of the onion, the dirt in the fridge is actually a black fungus?



Black Fungus Update: Covid মহামারীর মধ্যেই  Mucormycosis বা Black Fungus এর উৎপত্তি।

ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে দেখা দিয়েছে এই ছত্রাকের সংক্রমণ। কিন্তু সাংঘাতিক ব্ল্যাক ফাঙ্গাস মিউকরমাইসিটিস ছত্রাক থেকে হয় |

মানুষের দেহে Sinus, brain and lungs-কে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে এই সংক্রমণ।

ডায়াবেটিসে আক্রান্ত, যাঁদের করোনা হয়েছে, যাঁদের শরীরে Immunity Power কম, যাঁরা Cancer, HIV, AIDS-এ আক্রান্ত, সেই সব ব্যক্তিদের ক্ষেত্রে এই সংক্রমণ প্রাণহানিকর হয়ে উঠতে পারে।

The origin, symptoms and treatment of this disease:  

Physician-রা এই Types and treatment of diseases-র উপর পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন ।

US Centers for Disease Control and Prevention (CDC) অনুসারে ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিস মাটি এবং পচা পাতার মতো ক্ষয়কারী জৈব পদার্থের মধ্যে পাওয়া একটি ছত্রাক। Weak Body হলে মূলত Attack করে এই ছত্রাক।

এছাড়াও Covid আক্রান্ত রোগীরা বেশি দিন ICU-তে থাকলে এবং তাঁদের উপরে steroids-র ব্যবহার বেশি হলে Immunity Power কমে যায়।

ব্ল্যাক ফাঙ্গাস সহজেই শরীরে ঢুকে পড়ে । এছাড়াও ময়লা জলযুক্ত Oxygen tank গুলির ব্যবহারের মাধ্যমেও Hospital এবং বাড়িতে ছড়িয়ে পড়ে এই ছত্রাক।

অনেকেই এখন বলছেন পেঁয়াজের গায়ের কালো ছত্রাক বা Refrigerator-র নোংরা থেকে এই ফাঙ্গাস নাকি ছড়াতে পারে ।

পেঁয়াজের ওপর থাকা Black Layer কেও অনেকে ব্ল্যাক ফাঙ্গাস বলছেন । ভয়ে অনেকে পেঁয়াজ খাওয়া বন্ধ করে দিচ্ছেন ।

অনেকে বলছেন বাড়িতে ফ্রিজের গায়ের রবারে যে ফাঙ্গাস জমছে সেটাই আসলে ব্ল্যাক ফাঙ্গাস । সতর্ক থাকুন এ গুলি থেকে ।

Is the black dirt on the skin of the onion and the fridge really black fungus?

না । সম্পূর্ণ ভুল এই খবর । অযথা ভিত্তিহীন খবর ছড়িয়ে  বিভ্রান্তি সৃষ্টি করবেন না ।

Department of Agriculture জানাচ্ছে পেঁয়াজের গায়ে থাকা Black Layer আসলে মাটিতে থাকা একটি সাধারণ ফাঙ্গাস।

সহজে এগুলো থেকে Infection ছড়ায় না। তবে খাওয়ার আগে পেঁয়াজ অবশ্যই তা ভালো করে ধুয়ে নিতে হবে। পাশাপাশি, Physician-রা এও জানাচ্ছেন যে, fridge-র ঠান্ডায় এই ফাঙ্গাস বেঁচে থাকতে পারে না । বাইরে থেকে দেখতে কালো মানেই সেটা ব্ল্যাক ফাঙ্গাস নয় |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here