Oxygen Cylinder at 1 Rupee

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

Price of Oxygen Cylinder at 1 rupee for Covid-19 Patient



Oxygen Cylinder at 1 Rupee: শুধুমাত্র একটি Phone।

জরুরি ভিত্তিতে প্রয়োজন হলেই আপনার বাড়িতে পৌঁছে যাবে Oxygen Cylinder । মাত্র 1 টাকার বিনিময়ে|

বাংলা সংস্কৃতি মঞ্চ এই উদ্যোগ নিয়েছে | Covid-19 পরিস্থিতিতে Oxygen Cylinder নিয়েও কালোবাজারি চলছে।

Google News View Now

তখন মাত্র 1 টাকায় রোগীর বাড়িতে Oxygen পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে এই সংগঠন। এমনকী  Ambulance-র ও ব্যবস্থা করে দিচ্ছে তারা।

How is this possible? 

Oxygen-র হাহাকার চলছে রাজ্য জুড়ে । সেই তালিকায় নাম রয়েছে Birbhum-র ও।

অনেকে Covid Positive পরিবার বাড়িতেই চিকিৎসা চালাতে চাইছেন। কিন্তু Oxygen-র অভাব রয়েছে। আবার কেউ কেউ Hospital এ চিকিৎসা করাতে চাইলেও মিলছে না Ambulance।বাংলা সংস্কৃতি মঞ্চ এগিয়ে এসেছে এই Problem-র কথা মাথায় রেখেই |

বীরভূমের Rampurhat, Murarai, Mayureshwar, Mohammadbazar, Surrey and Bolpur-এ পরিষেবা চালু করেছে সংগঠন।

 Social Media-য় ছড়িয়ে দেওয়া হয়েছে সদস্যদের Phone number| গ্রামে গ্রামে মাইকের মাধ্যমে ও প্রচার চালানো হচ্ছে। বলা হচ্ছে, Helpline Number এ Phone করলেই বাড়িতে পৌঁছে যাবে Oxygen। মিলবে Ambulance ও। বিনিময়ে দিতে হবে মাত্র 1 টাকা |

সংগঠনের রাজ্য সভাপতি সামিরুল ইসলাম বলেন, ‘আমরা Oxygen-র ব্যবস্থা আগেই করেছি। তা রোগীদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে জরুরি ভিত্তিতে ।

তবে Token হিসেবে 1 টাকা করে নেওয়া হচ্ছে।

‘ তাঁর আরও সংযোজন, ‘মাঠেঘাটে কাজ করতে গিয়ে Ambulance-র অভাবও বোধ করছিলাম। আমরা রাজসভার সাংসদ দোলা সেনকে বিষয়টি জানাই। এরপর তিনিই  Ambulance-র ব্যবস্থা করে দেন।

তবে প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসুরও অবদান রয়েছে। সেই Amubulance আমরা আজ থেকেই রাস্তায় নামিয়েছি।

“তিনি বলেছিলেন,” দুর্বল লোকদের কাছ থেকে কোনও অর্থ নেওয়া হবে না।

একজন বিনয়ী ব্যক্তি, বা গাড়ীতে তেল মেরামত করা, আপনি যদি অর্থ প্রদান করতে ইচ্ছুক হন তবে এটি প্রশংসা হবে।’

শুধু Oxygen or ambulance নয়, Covid Positive রোগীদের বাড়িতে প্রয়োজনীয় Medicine পৌঁছে দিচ্ছেন সংগঠনের সদস্যরা।

সংস্থার তরফে কিছু খাবার রান্না করা হচ্ছে। মানুষকে Mask  তুলে দেওয়া হচ্ছে।

সমিরুল বলেছিলেন, “এখনও অনেক লোক অচেতন অবস্থায় ঘোরাঘুরি করছে। তাদের সম্পর্কে আমাদের সচেতন হতে হবে এবং উদ্যোগ নিয়েছি।

আমাদের সংগঠনটি জেলায় রয়েছে। ফলস্বরূপ আমাদের সদস্যরা সর্বত্র প্রচার চালাচ্ছেন।’

আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান |

WhatsApp Group Join Now
Google News View Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here