Govt Schemes

টিকা নিতে যাচ্ছেন? বিনামূল্যে পৌঁছে দেবে Uber

টিকা নিতে যাচ্ছেন? বিনামূল্যে পৌঁছে দিচ্ছে Uber। দেশের টিকাগ্রহণ কর্মসূচিকে সফল করতে  Free Rides বা বিন্যামূল্যে যাতায়াতের পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছে Uber। দেশের ১৯টি শহরের বাসিন্দারা টিকাগ্রহণের সময় ব্যবহার করতে পারবেন এই Free Rides।কলকাতা, মুম্বই, দিল্লি, চেন্নাই, জয়পুর, দেরাদুন, ভুবনেশ্বর, যোধপুর সহ দেশের ১৯টি শহরে পাওয়া যাবে এই সুবিধা। এক্ষেত্রে আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রবীণ এবং যাঁদের শারীরিক অবস্থা খারাপ তাঁরা এই সুবিধা নিতে পারবেন। তাঁদের বিনামূল্য স্থানীয় টিকাগ্রহণকেন্দ্রে পৌঁছে দেবে Uber।

কীভাবে Uber -এর Free Ride বুক করা যাবে?

প্রথমে Uber অ্যাপের ‘ওয়ালেট’ মেনুটি নির্বাচন করতে হবে। এরপর ‘অ্যাড প্রোমো কোড’ -এর জায়গায় বসাতে হবে 10M21V কোডটি। এই টিকাকরণ প্রোমো কোডটি কলকাতার সমস্ত উবের ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য। এরপর স্থানীয় সরকারি এবং বেসরকারি টিকারণ কেন্দ্র নির্বাচিত করলেই করা যাবে বুকিং। একজন Uber ব্যবহারকারী সর্বাধিক ২ বার বিনামূল্যে এই পরিষেবা পাবেন এবং সর্বাধিক ১৫০ টাকা মূল্যের Ride নিতে পারবেন। অতিরিক্ত ভাড়া দিতে হবে যাত্রীকেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button