Govt Schemes

সাবধান! হ্যাকাররা ওষুধ সরবরাহের নামে নয়া ফাঁদ পেতেছে

গোটা ভারতবর্ষ যখন কোরোনার দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে লড়াই করছে তখন প্রতারকরা নানা ফন্দি বের করছে সাধারণকে লুঠ করার। তারা নতুন নতুন উপায়ে ফাঁদ পাতছে প্রতারণা করার। কখনও জীবনদায়ী ওষুধ সরবরাহের জন্যে ফোন করছে, আবার কখন হোয়াটস্যাপের মাধ্যমে লিঙ্ক পাঠাচ্ছে। তাদের ফাঁদে পা দিলেই সর্বস্ব হারাচ্ছে সাধারণ মানুষ।

সম্প্রতি দেখা গিয়েছে, প্রতারকরা ওষুধ সরবরাহের জন্যে ফোন করছে। আপনাকে সচেতন হতে হবে। নাহলে মহামারীর মধ্যেও এদের হাত থেকে বাঁচতে পারবেন না। দেশের সর্ববৃহৎ পাবলিক সেক্টর ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বারবার তার গ্রাহকদের সতর্ক করছেন। SBI তার গ্রাহকদের জানিয়েছে, বারবার কেউ যদি ওষুধ বিক্রির জন্যে ফোন করে, আগে যাচাই করবেন তারপর পেমেন্ট করবেন। যথাসম্ভব এই ধরণের ফোন থেকে দূরে থাকবেন।

SBI জানিয়েছে যে, প্রতারকরা এই সঙ্কটের সময়ে ওষুধ সরবরাহের নাম করে লোকদের প্রতারণা করছে। ব্যাঙ্ক, তার গ্রাহকদের অনুরোধ করেছে যে এ জাতীয় ফোন কল সম্পর্কে সজাগ থাকতে হবে এবং নিশ্চিত না হয়ে কোনও টাকা দেবেন না। পেমেন্ট করলেই আপনার তথ্য তাদের হাতে চলে যাবে এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করতে বেশি সময় লাগবে না।

একইভাবে, প্রতারকরা আপনার ডেবিট বা ক্রেডিট কার্ডের বিশদ সহ আপনার ব্যক্তিগত তথ্য চুরি করার লক্ষ্যে একটি পৃথক ফাঁদ পেতেছে। হ্যাকাররা অ্যামাজন প্রাইম ভিডিও বা নেটফ্লিক্সের মতো ভিডিও স্ট্রিমিং পরিষেবাগুলির লিঙ্ক পাঠাচ্ছে। যেখানে বলা হচ্ছে এই লিঙ্কগুলোর মাধ্যমে আপনি বিনামূল্যে ভিডিও স্ট্রিমিং পরিষেবার সুবিধা পাবেন।এই লিঙ্কে একবার ক্লিক করলে আপনার ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে। এমনকি আপনার ব্যাঙ্কিং ডিটেলসও চুরি করতে পারে প্রতারকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button