HomeGovt SchemesThe number of cases of black fungus is increasing, 198 in Delhi

The number of cases of black fungus is increasing, 198 in Delhi

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

ক্রমশ বাড়ছে Black fungus আক্রান্তের সংখ্যা, দিল্লিতে ১৯৭maxresdefault 12

দেশ জুড়ে Black fungus- কে মহামারি ঘোষনা করার পরই দিল্লির স্বাস্থ্য মন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, দিল্লিতে ১৯৭ জন ব্ল্যাক ফাঙ্গাসে  আক্রান্ত। তিনি মানুষকে ব্ল্যাক ফাঙ্গাস  সংক্রান্ত যাবতীয় উপসর্গ নিয়ে চিকিৎসকদের কাছে রিপোর্ট করতে বলেছেন। নিজের থেকে কোনও ওষুধ না খাওয়ার পরামর্শ দিচ্ছেন তিনি।

পাশাপাশি তিনি এও জানিয়েছেন,17 05 2021 blackfungus1 21651550

রাজধানী ব্ল্যাক ফাঙ্গাসে ক্রমবর্ধমান সংক্রমণ খতিয়ে দেখা হচ্ছে এবং পর্যাপ্ত ওষুধ সরবরাহ করার জন্য পদক্ষেপ করছে GOVERMENT  । দিল্লি সরকার COVID-19 -মুক্ত হওয়া রোগীদের চিকিৎসা করার সিদ্ধান্ত নিয়েছে।

MORE: বিজ্ঞানীদের যুগান্তকারী আবিষ্কার। বিজ্ঞানীরা খুঁজে বের করেছেন গ্রহাণু থেকে জল ও জৈব পদার্থ,

প্রসঙ্গত, AIIMS  black fungus সংক্রান্ত নতুন গাইডলাইন জারি করেছে।

অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রোগী যাঁদের শরীরে স্টেরয়েড প্রয়োগের মাত্রা বেশি রয়েছে, সেই সমস্ত রোগীদের black fungus সংক্রমণ ধরা পড়ার ঝুঁকি বেশি থাকে। অতিমাত্রায় স্টেরয়েড ইমিউনিটি ক্ষমতা কমিয়ে দেয়।

Group Cards
Google News View Now

এই রোগকে মহামারি ঘোষণার জন্য প্রত্যেক রাজ্যকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সেখানে স্পষ্ট করে উল্লেখ রয়েছে, এই রোগকে ‘মহামারি আইন’-এর আইনের আওতায় রাখতে হবে।  ব্ল্যাক ফাঙ্গাস রোগ সম্পর্কিত যাবতীয় তথ্য তুলে দিতে হবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হাতে। করোনা ভাইরাস কে যেভাবে পরিচালিত করা হয়েছে, ঠিক তেমন ভাবেই পরিচালিত করতে চায় কেন্দ্র। তবে এবার আগাম সতর্কতা নিয়ে এগোচ্ছে স্বাস্থ্য মন্ত্রক।

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular