HomeInventionবিজ্ঞানীদের যুগান্তকারী আবিষ্কার। বিজ্ঞানীরা খুঁজে বের করেছেন গ্রহাণু থেকে জল ও জৈব...

বিজ্ঞানীদের যুগান্তকারী আবিষ্কার। বিজ্ঞানীরা খুঁজে বের করেছেন গ্রহাণু থেকে জল ও জৈব পদার্থ,

Join Our WhatsApp Group For New Update

বিজ্ঞানীদের যুগান্তকারী আবিষ্কার। বিজ্ঞানীরা খুঁজে বের করেছেন গ্রহাণু থেকে জল ও জৈব পদার্থ,(The groundbreaking discovery of scientists. Scientists have discovered water and organic matter from asteroids)


Smart Update24,By Syed Mosharaf Hossain: প্রাণ আসলে কি !  কেমন করে প্রাণ সৃষ্টি হয়েছে? এই বিশ্বব্রহ্মাণ্ডে নিজেদের স্বরূপ চিনতে বহু বছর ধরে এই প্রশ্নের উত্তর খুঁজে যাচ্ছে বিজ্ঞানীরা। এই প্রশ্নের উত্তর এর নতুন অধ্যায় রচিত হলো । বিজ্ঞানীরা একটা গ্রহাণুর  শরীর থেকে জল ও জৈব পদার্থ সন্ধান করেছেন।

2010 সালে ইটোকায়া নামের ওই গ্রহাণু অর্থাৎ Asteroid থেকে নমুনা সংগ্রহ করেছিল জাপানি মহাকাশ সংস্থা Japan Aerospace Exploration Agency (JAXA)  .  দীর্ঘ দশ বছরের গবেষণারপর অবশেষে সেই নমুনা থেকে বিজ্ঞানীরা আবিষ্কার করল জল ও জৈব পদার্থ। এই বিশ্বে প্রথম কোন গ্রহাণু থেকে এ ধরনের উপাদান মিলেছে এমনটাই জানাচ্ছেন বিজ্ঞানীরা।


2010 সালে হায়াবুসা মিশনে Japan Aerospace Exploration Agency (JAXA) যারা ইটোকায়া নামের ওই গ্রহাণু অর্থাৎ Asteroid  থেকে নমুনা সংগ্রহ করতে পেরেছিল। সেই নমুনা থেকে এত বড় আবিষ্কার করতে পারলেন বিজ্ঞানীরা।

লন্ডন বিশ্ববিদ্যালয়ের এর গবেষকরা নমুনা পরীক্ষা করে তার মধ্যেই জলে  খুঁজে পেয়েছেন। তাদের মতে ওই গ্রহাণু  মধ্যে বিবর্তনের চিহ্ন রয়েছে। ঠিক যেমনটা কোটি কোটি বছর আগে পৃথিবীর ক্ষেত্রে দেখা দিয়েছিল। এর থেকে বিজ্ঞানীরা আন্দাজ করতে পারছে যে এই মহাবিশ্বে পৃথিবীর মতো আরো অনেক গ্রহ সৃষ্টি হতে চলেছে বা  আছে যেখানে প্রাণের অস্তিত্ব আছে।


 

Join Our WhatsApp Group For New Update
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments