NASA news, to send people to the moon Project |

NASA is planning to send humans to moon again by SpaceX Stock 


NASA News

Mars Mission NASA News


Moon Project Complete করার জন্য Elon Musk-র প্রতিষ্ঠান SpaceX Stock-র সঙ্গে 290 Crore Doller-র Deal করে NASA । তবে এই Deal-র বিপক্ষে দুটি প্রতিষ্ঠানের অভিযোগের ভিত্তিতে তা স্থগিত করেছে NASA |   


The Verge-র প্রতিবেদনে বলা হয়েছে, Moon Project-র জন্য Projec-টির নাম Human Landing System (HLS) |যুক্তরাষ্ট্রের Government Accountability Office  Project-র কাজ স্থগিত রাখার নির্দেশ দেয় | 


Apollo Project-র পর এই প্রথম Moon Project এ মানুষ পাঠানোর উদ্যোগ নেয় NASA। Project-টির জন্য গত 16th April Elon Musk-র প্রতিষ্ঠানটি নির্বাচনের ঘোষণা দেয়। NASA এর আগেও SpaceX-র সঙ্গে কাজ করছে |


NASA News-র বিরুদ্ধে Government Accountability Office এ Complain করেBlue Origin and Dynastic by Jeff Bezos নামের দুটি প্রতিষ্ঠান। একই Deal-র জন্য এ দুটি প্রতিষ্ঠানও আবেদন করেছিল। Blue Origin-র বক্তব্য হলো, অন্যায্যভাবে NASA শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলেছে । তাদের দাবি,  এতে কাজ Complete-র জন্য NASA-র Fixed সময়সূচি বাধাগ্রস্ত হবে | 


NASA-র মুখপাত্র মনিকা উইট এক বিবৃতিতে বলেন, মামলা নিষ্পত্তি হওয়া পর্যন্ত HLS Project-র কাজ স্থগিত রাখতে SpaceX কে নির্দেশ দিয়েছে NASA।


SpaceX কাজ করছে পুনর্ব্যবহারযোগ্য নভোযান ‘Starship’ তৈরির |  দুটি কারণে SpaceX-র Starship বেছে নেয় NASA।


With the approval of the United States Federal Aviation Administration, Starship’s last prototype ‘SN15’ is scheduled to run in the next few days.


1st NASA News , Starship এ একসঙ্গে বড় পরিমাণে মাল বহন করার সুযোগ থাকবে । SpaceX 


2nd,  Project-টির জন্য SpaceX-র 290 Crore Dollar-র দর Blue Origin and Dynastic-র চেয়ে বেশ কম।


Starship-র উন্নয়নের পেছনে এত দিন  অবদান রেখেছেন SpaceX-র Billionaire প্রধান নির্বাহী Elon Musk |  NASA-র Deal স্থগিত হলেও SpaceX-র খরচে Starship-র উন্নয়ন চালিয়ে নেওয়া হবে বলে অনেকের ধারণা  । NASA news SpaceX Stock


United States Federal Aviation Administration-র অনুমোদন পেলে Starship-র At last Prototype ‘SN15’-এর Exam আগামী কিছুদিনের মধ্যেই চালানোর কথা রয়েছে। NASA news SpaceX Stock |


NASA জানিয়েছে, কংগ্রেসের কাছ থেকে পাওয়া তহবিলে একটি প্রতিষ্ঠানের সঙ্গে Deal করাই সেরা Decision ছিল | Moon Project-র জন্য কংগ্রেসের কাছে 330 Crore Dollar চেয়েছিল NASA। গত বছর প্রথম কিস্তিতে NASAকে 85 Crore Dollar দিয়েছিল কংগ্রেস।NASA-র কর্মকর্তা Cathy Leaders উল্লেখ করেন  ভবিষ্যতে আরও Deal-র সুযোগ আসবে|  

Latest NASA News : https://www.nasa.gov/news/releases/latest/index.html


আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here