Online classes problem: There is no Internet, online classes every day to travel 6 km

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

There is no Internet Connectivity, you have to travel 6 kilometers every day to take online classes



Online classes problem: Internet Connectivity-র সুবিধা নেই এলাকায় । বাধ্য হয়ে Online Class করতে প্রতিদিন 6 KMদূরে যেতে হচ্ছে Student দের। এমনই সমস্যার সম্মুখীন হয়েছেন কেরলের ইডুকি রাজামালার Student-রা।

Covid Situation এ পড়াশোনায় বাদ সাধছে Lockdown। শারীরিক উপস্থিতির পরিবর্তে ভরসা Online Class।

দেশের বহু জায়গায় Internet Connectivity উন্নত না হওয়ায় ফল ভুগতে হচ্ছে Student দের।

Google News View Now

আপাতত National Park of Eravikulam-র কাছে বসেই Class করছে Student-রা।


ইডুকির 12th Class-র Student অরুণ জানিয়েছেন, সকালে Class করতে Auto তেই চলে আসেন তাঁরা। হেঁটেই ফেরেন সবাই বিকেলে বাড়ি যাওয়ার সময় । Internet connectivity in Rajamala নেই বললেই চলে। কিছু জায়গায় Internet-র সুবিধা থাকলেও Speed খুবই Weak। প্রতিদিন Internet-র সুবিধা পেতে 6 KM আসতে অনেক সমস্যা হয়। অনেক সময় অনলাইন ক্লাসের মাঝেই বৃষ্টি শুরু হয়ে যায়। পড়ুয়াদের সবথেকে খারাপ পরিস্থিতির মধ্যে পড়তে হয় ।

Online classes problem in Covid Situation:  

বর্তমান পরিস্থিতি বলছে, Covid Situation এ পড়ুয়াদের সংক্রমণের কথা মাথায় রেখে Schools, colleges, educational institutions বন্ধের নির্দেশ দিয়েছে রাজ্যগুলি। সেক্ষেত্রে পঠন-পাঠন অনলাইন ক্লাসেই চলছে । শহরের বুকে Internet Connectivity-র সুবিধা থাকায় সমস্যা হচ্ছে না খুব একটা। তবে Low speed internet & connectivity-র অভাব ভোগাচ্ছে গ্রামের পড়ুয়াদের। অনেক সময় স্কুলে আসতে হচ্ছে তাদের অনলাইন ক্লাস করতে ।

এ ছাড়াও Electricity-র অভাব Internet-র সুবিধা পেতে সমস্যা বাড়াচ্ছে ।

দেশের বহু জায়গায় এখনও Electricity পৌঁছয়নি। তাই সেই জায়গায় ইন্টারনেট না পাওয়াটাই স্বাভাবিক।পড়ুয়াদের শেষে যার ফল ভুগতে হচ্ছে ।

এমনিতেই গত 2 Years ধরে Syllebus শেষ করতে কালঘাম ছুটছে শিক্ষা প্রতিষ্ঠানগুলির।

Exam নেওয়ার বিষয়টাও মাথায় রাখতে হচ্ছে School Collage or Board কর্তৃপক্ষকে।

Central Government-র Covid Report বলছে, Covid 2nd Stage মারাত্মক ক্ষতি করেছে দেশের। সংক্রমণে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। সেক্ষেত্রে Covid-19 বাবা-মাকে হারিয়ে অনাথ করেছে বহু শিশুকে।

অসুরক্ষিত হয়ে পড়েছে সেইসব অনাথ শিশুদের ভবিষ্যৎ।

‘National Mission of Protection of Child Rights’ (NCPCR)-এর তথ্য বলছে, দেশে এখন এমন অভিভাবকহীন শিশুর সংখ্যা 9,346 জন।

যাদের Education-র জন্য Monthly টাকার ব্যবস্থা করেছে Government।

আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান ।

WhatsApp Group Join Now
Google News View Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here