NIT Durgapur made Oxygen Concentrator at half price

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

National Institute of Technology (NIT) Durgapur made Oxygen Concentrator


oh


এই সঙ্কটজনক পরিস্থিতিতে Covid রোগীর প্রাণ বাঁচাতে এগিয়ে NIT Durgapur। প্রায় Half দামে,Oxygen Concentrator তৈরি করে ফেলেছেন, NIT Durgapur-এর Group of masterpieces।

Oxygen-র অভাবে  ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে Delhi-তে। ফলে ক্রমশ ঊর্ধ্বমুখী চাহিদা Oxygen-র কালোবাজারির | Concentrator-এর চাহিদাও বাজারে হু হু করে বাড়ছে । 

নিজেদের তৈরি এই Machine-এর নাম রাখা হয়েছে ‘Pranayam’।  Oxygen Concentrator সম্পর্কে NIT Durgapur নিজেদের Website এ জানাই |

Group Cards
Google News View Now

এই Concentrator Commercial production করতে চেয়ে এর Technology Transfer করতে চাইলেও ‘Pranayam’-এর commercialization-র ক্ষেত্রে একটি শর্ত রেখেছে NIT Durgapur। তাদের শর্ত হল, কোনও ভাবেই মুনাফা লাভের আশায় এর দাম বেশি নেওয়া চলবে না।

The price of commercial gain profit in any way cannot be taken over.

 ‘Pranayam’ তৈরির উদ্দেশ্য, দাম কমিয়ে সেটিকে সহজলভ্য করে তোলা। NIT Durgapur-এর Machine Indian Market-এ সহজলভ্য হবে।

এই Concentrator বাতাস থেকে বায়ু শোষণ করে নানা পদ্ধতিতে তা থেকে বেশি মাত্রায় Oxygen টেনে এনে রোগীর শরীরে এর ঘাটতি পূরণে সাহায্য করে।

Oxygen Concentrator বাতাস টেনে আনে যন্ত্রের zeolite chamber | 70% Nitrozen- কে আলাদা করে দিয়ে বিশুদ্ধ Oxygen দেওয়া হয় রোগীকে। 5 Litter / Minute বা 10 Litter এই Two types Oxygen Concentrator Machine রয়েছে।

বাজারে একটি Oxygen Concentrator যন্ত্রের দাম 60-65,000টাকা। Oxygen Concentrator-র দাম ‘Pranayam’-এর দাম 30-35,000টাকা |

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here