HomeGovt SchemesWhy is it that most of the clocks shown in advertisements are...

Why is it that most of the clocks shown in advertisements are shown at 10 minutes past 10 o’clock?

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

বিজ্ঞাপনে দেখানো ঘড়িগুলির বেশির ভাগেই সময় ১০টা বেজে ১০মিনিট দেখানো হয় কেন?

আমিও ছোটবেলা থেকে এটাই ভাবতাম। ঘড়ির দোকানে গেলে দেখতাম একটা ঘড়িও ঠিক সময় দিচ্ছে না। অবাক লাগতো। ভাবতাম সব ঘড়িই বোধহয় খারাপ হয়ে পড়ে আছে। পরে আসল ব্যাপারটা বুঝলাম।

এটা বিজ্ঞাপনের একটা কায়দা..একটা চমক।

আরো পোস্ট: International Journal এ স্বীকৃতি পেল এক বাঙালির আবিস্কৃত মহিলা সুরক্ষাকারী জুতা| পড়ুন বিস্তারিত |

  1. ঘড়ির কাঁটা দশটা দশে থাকলে ঘড়িটা দেখতে বেশ সুন্দর লাগে। দুটো কাঁটা দুদিকে সমান ভাবে হাত মেলে আছে..মনে হবে আপনাকে স্বাগত জানাচ্ছে। একটা প্রতিসাম্য অবস্থা .. পরিপাটি ছিমছাম লাগে দেখতে..দৃষ্টিনন্দন। প্রতিটি মানুষ প্রতিসাম্য আর পরিপাট্য পছন্দ করে। তাই ঘড়ির সব বিজ্ঞাপনদাতা এই কায়দাটা অনুসরণ করে আসছে।
  2. দশটা দশের মধ্যে অনেকে একটা হাসির ছবি খুঁজে পান। মনে হয় ঘড়িটা হাসছে । বেশ একটা খুশী খুশী ভাব দেখা যায় ..তাতে ক্রেতা আকর্ষিত হয়।
  3. বেশীরভাগ ঘড়িতেই কম্পানির লগো মাঝ বরাবর রাখে …মানে হয় বারোটার ঠিক নীচে বা ঘড়ির ঠিক মধ্যিখানে বা নীচের ছ’টার ঠিক ওপরে। কাঁটা দশটা দশে থাকলে স্পষ্টভাবে কম্পানির লগো টা দেখা যায়।
  4. অনেক কম্পানি ঘড়ির কাঁটা অন্যভাবে রেখে পরীক্ষা করেছিল কিন্তু দেখা গেল বেশীরভাগ ক্রেতাই দশটা দশওয়ালা ঘড়ির দিকে হাত বাড়ায়। তারপর আর কেউ কাঁটা বদলানোর রিস্ক নেয়নি।
WhatsApp Group Join Now
Google News View Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular