Mobile App For Pulse Oximeter: Smartphone To Measure Oxygen Levels In Blood | Now This App Made In Kolkata Pulse Oximeter |

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

Mobile App: CarePlix Vital



Covid-19 Situationএ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে Pulse Oximeter |

Oxygen Level Chech করতে Covid Possitive দের সাহায্য করেছে ছোট্ট যন্ত্র। চাহিদা থাকার কারণে পালস অক্সিমিটারের দাম এক ধাক্কায় বেড়েছে অনেকটাই। একটি পালস অক্সিমিটার কিনতে 2,000 টাকা খরচ করতে হয়।

যদিও কলকাতার এক Startup Company, সম্প্রতি একটি Mobile APP Launch করেছে | যা দিয়ে রক্তে Oxygen-র Level মাপা সম্ভব।

Google News View Now

শহররের একটি Health startup company এই APP তৈরি করেছে | যার নাম CarePlix Vital।

এই APP ব্যবহার করে খুব সহজেই Smartphone থেকে রক্তে Oxygen-র পরিমাণ মাপা যাবে। এছাড়াও জানা যাবে Pulse rate |

How to measure blood oxygen levels with the help of this app?

Smartphone ব্যবহার করে রক্তে Oxygen-র পরিমাণ মাপার জন্য রোগীকে Phone-র Camera-র নীচে আঙুল রাখতে হবে। এর পরেই ফোনের ক্যামেরার Flashlight on হয়ে যাবে |

রক্তে Oxygen-র পরিমাণ মাপা শুরু করে দেবে। তার ঠিক পরেই APP-র মাধ্যমে Smart Phone Display-তে রিডিং ভেসে উঠবে।

Kolkata-র যে Health startup company এই APP তৈরি করেছে, তার নাম CareNow Healthcare।

Company-র সহ-প্রতিষ্ঠাতা সুব্রত পাল বলছেন, ‘রক্তে Oxygen Level মাপার জন্য প্রয়োজন একটি Pulse oximeter | অথবা একটি Wearable device |

এই সব ডিভাইসেই Photoplathizmography বা PPG Technology ব্যবহার করা হয়। এই APP-ও সেই Technology-ই ব্যবহার করা হয়েছে | 

How to measure the amount of oxygen in the blood using the app?

সুব্রত পাল বললেন, ‘Smart Phoner-র Back Camera ও Flahlight ব্যবহার করে আমরা এই কাজ করছি। সব পালস অক্সিমিটার অথবা Fitness Band এ থাকে একটি Infrared light | যদিও স্মার্টফোনে Flash Light-র মাধ্যমেও এই কাজ সম্ভব। আঙুল দিয়ে Smart Phone-র Back Camera ও Flash Light ঢেকে 40 Second অপেক্ষা করতে হবে। তার পরে brightness of the light-র পার্থক্যের মাধ্যমে রক্তে Oxygen levels and pulse rate পরিমাপ করা হবে।’

আপাতত CarePlix Vital-এর এই APP ব্যবহারের জন্য Registration করতে হবে।

Report এ বলা হয়েছে, ‘আঙুল কত জোরে চেপে Camera-র উপরে রাখা হচ্ছে, তার উপরেই নির্ভর করবে রিডিং।

যত জোরে আঙুল Camera-র উপরে চাপা হবে, তত Perfect reading পাওয়া যাবে।’ মাত্র 40 Second Smart Phoner-র উপর আঙুল রাখলে, সেই ফোনের Dissplay-তে Reading ভেসে উঠবে। Internet Connection-র মাধ্যমে এই Record Cloud এ Save করা যাবে।

Just like a pulse oximeter, how successful is a mobile app to measure the amount of oxygen in the blood?

CarePlix Vital-এর আর এক সহ-প্রতিষ্ঠাতা মনসিজ সেনগুপ্ত বলেন, ‘ইতিমধ্যেই Kolkata-র Seth Shukla Karnani Memorial Hospital, 1200 জনের উপরে এই Device-র Clinical trials হয়েছে। এই ট্রায়ালে আমরা 96% সঠিকভাবে Heartbit ও 98% সঠিকভাবে রক্তে Oxygen Level পরিমাপ করতে পেরেছি।’

Download Now: (https://apkresult.com/en/careplex-vitals-apk)

আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান |

WhatsApp Group Join Now
Google News View Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here