Type না করেই WhatsApp এ মেসেজ পাঠানো যায় কিভাবে | জানুন এক ক্লিক এ |

How to send a message on WhatsApp without typing Learn in one click



WhatsApp ছাড়াও আরও বেশ কিছু অ্যাপেও ব্যবহার করতে পারেন দুরন্ত এই ফিচার।

Google Indic Keyboard Download করে নিতে পারেন, যেখানে Bengali , Hindi সহ আরও নানান ভাষায় লেখা Type হয়ে যাবে।


User-র আওয়াজ থেকেই এই WhatsApp Feature ব্যবহার করা যায়। WhatsApp-এ কোনও মেসেজ টাইপ না করে মুখে বলেই তাঁকে পাঠাতে পারেন Message। তাতে Automatically Message Type হয়ে যাবে। এবার Send button click করলেই আপনার কাজ শেষ।


Key Board Type না করেই WhatsApp Message পাঠান

1.যাঁকে WhatsApp message পাঠাবেন, তার Chat টি Open করুন।

2.এবার Keyboard Open করুন। বেশির ভাগ Android Smartphone-র Keyboard-র উপরে থাকে মাইক button, i-phone-র ক্ষেত্রে তা নীচে থাকে।

3.মাইক open হওয়ার পরই আপনি যা Message type করতে চান, সেটাই মুখে বলুন। সেটাই type হয়ে যাবে WhatsApp chat এ ।

4.সমগ্র message যেই চ্যাটে দেখাবে, সঙ্গে সঙ্গে Send button click করে দিন।


আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here