কেবল অপেরাটরদের দাবিতে ২৫০ টাকায় কেবল ও ব্রডব্যান্ড এর রিচার্জ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হলো | পড়ুন বিস্তারিত |

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

কেবল অপেরাটরদের দাবিতে ২৫০ টাকায় কেবল ও ব্রডব্যান্ড এর রিচার্জ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হলো | পড়ুন বিস্তারিত |(At the demand of cable operators, a discussion meeting was held on recharge of cable and broadband at Rs. 250. Read more)

Smart Update24, by Swastika Paul


Monthly Service Charge বৃদ্ধি হয়েছে কেবল পরিষেবার ট্রাইয়ের নীতি অনুসারে । তাঁরই প্রতিবাদে বুধবার ‘All Bengal Cable TV & Broadband Operators United Forum’ আলোচনা সভা অনুষ্ঠিত হল মহাজাতি সদনে |


অধিক সমস্যার তৈরি করেছে G.S.T.। ফলে বহু মানুষ  Cable Connection পুনঃনবীকরণ করছে না। বদলে বড় কোম্পানীরা এসে Fiber Optic -র মাধ্যমে সরাসরি গ্রাহকের কাছে পৌঁছে দিচ্ছে পরিষেবা। এর ফলে অস্তিত্ব সংকটে ভুগছেন Cable Operators -রা। 

Google News View Now

সারা ভারতে এক কোটির বেশি মানুষ Cable Business-র সঙ্গে যুক্ত।কেন্দ্রীয় সরকার যেখানে বলছে মানুষের কাছে স্বল্প খরচে Broadband পরিষেবা পৌঁছে দিতে হবে। Broadcaster to Customer Model মানতে নারাজ কেবল অপারেটররা। 


তাঁদের দাবি, বর্তমানে লভ্যাংশ বাড়িয়ে 50% করতে হবে। আগের মতই, 250 টাকা করতে হবে Cable Recharge | তাতেই সমস্ত চ্যানেল দেখাতে হবে গ্রাহকদের।  


তাঁদের অভিযোগ, ট্রাই শুধু Signal দেয়। বাদ বাকি সব খরচ Operator -দের। নিজেদের টাকার ব্যবসাকে ট্রাই বিক্রি করে দিয়েছে।  আগে অপারেটররা, কম পক্ষে ৩০ শতাংশ সংযোগের হিসাব দেখাত না সরকারকে। তাঁদের একচেটিয়া ব্যবসা এখন আর নেই। এখন Set Top Box বাধ্যতামূলক হওয়ায় গ্রাহকদের সব হিসাব পৌঁছে যায় ট্রাইয়ের কাছে। 

all-channels-have-to-be-shown-at-minimum-rs-250-package-otherwise-cable-operators-asks-center-to-change-trai-s-policy

WhatsApp Group Join Now
Google News View Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here