আপনি কী পৃথিবীতে বসেই যদি লালগ্রহের মাটিতে রোভার চলার শব্দ শুনতে চান ? জানুন বিস্তারিত |

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

আপনি কী পৃথিবীতে বসেই যদি লালগ্রহের মাটিতে রোভার চলার শব্দ শুনতে চান ? জানুন বিস্তারিত |(Would you like to hear the rover roar on the red planet if you sit on the ground? Learn more |)

Smart Update24, by Swastika Paul


মঙ্গলের মাটিতে গড়ড়িয়ে চলছে না স্যার পারসিভেরেন্স রোভার। নাসার পাঠানো রোভার প্রথমবার লালগ্রহের মাটিতে Driving শুরু করেছে। আর তার Audio পাঠিয়েছে সেটি। একটি ১৬ মিনিটের অডিও প্রকাশ করেছে NASA। লালগ্রহের মাটিতে রোভারের চলার স্পষ্ট শব্দ শোনা যাচ্ছে।


18th February মঙ্গলের মাটিতে ল্যান্ড করেছিল NASA-র পার্সিভেরেন্স রোভার। এই মিশনের জন্য 2.7 million ডলার খরচ করেছে NASA। এখনও পর্যন্ত মঙ্গল গ্রহে রোভারের মতো বড় ও উন্নত কোনও যন্ত্র পাঠানো হয়নি। রোভারে দুটি Microphone রয়েছে। একটি ইতিমধ্যে হাওয়া ও Rock Jumping লেজারের আওয়াজ Record করে ফেলেছে। দ্বিতীয় মাইকের ল্যান্ডিং-এর শব্দ রেকর্ড করার কথা ছিল। নাসা জানিয়েছে, Second Mike রোভার মঙ্গলে নামার পরও কোনো আওয়াজ Record করতে পারেনি। তবে 4th March মঙ্গলের মাটিতে প্রথম টেস্ট ড্রাইভ হয়েছে রোভারের। আর তখনই শব্দ রেকর্ড করতে সমর্থ হয়েছে সেই মাইক।

Google News View Now

Driving-এর Audio-তে স্পষ্ট মঙ্গলের মাটিতে রোভারের আঁচড় কাটার শব্দ পাওয়া যাচ্ছে। এবার Sound Engineer-রা সেই শব্দ থেকে তথ্য খুঁজে বার করার কাজ করবেন। রোভারের শরীরে ওয়েদার স্টেশন, 19টি ক্যামেরা ও দুটো Microphone লাগানো হয়েছে। সেগুলির সাহায্যে NASA মঙ্গলের বিভিন্ন ছবি হাতে পাবে। এর আগে Mobile Science Vehicle মঙ্গলে পাঠিয়েছে NASA। তবে সেটির থেকে অনেক বড় ও উন্নত এই রোভার। পাহাড় থেকে Data Collect করতে পারবে এটি। যে কোনও রকম ধাক্কা সামলানোর মতো করে গড়ে তোলা হয়েছে পার্সিভেরেন্স রোভারকে। একটি ছোট হেলিকপ্টার রয়েছে এটিতে। মঙ্গলে কখনও কোনও সূক্ষ্ম জীবের অস্তিত্ব ছিল কিনা তা খতিয়ে দেখা নাসার আসল উদ্দেশ্য। এছাড়া লাল গ্রহে জল স্তর সম্পর্কে তথ্য এবং মাটির বিভিন্ন নমুনা সংগ্রহ করে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাকে তথ্য পাঠাবে এটি।


আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান ।

WhatsApp Group Join Now
Google News View Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here