Govt Schemes

Engineering – পড়ার জন্য বাধ্যতামূলক নয় অন্য ও পদার্থবিদ্যা , এই নিয়ে বিতর্ক | পড়ুন বিস্তারিত |

Engineering – পড়ার জন্য বাধ্যতামূলক নয় অন্য ও পদার্থবিদ্যা , এই নিয়ে বিতর্ক |পড়ুন বিস্তারিত |(Engineering – Reading is not compulsory in other and physics, this is debated. Read details)

Smart Update24, by Swastika Paul


Engineering পড়ার জন্য Math & Physical Science বাধ্যতামূলক নয় . ঘোষণা করলো AICTE ( All India Council For Technical Education ) | BE /B.Tech এই দুই ক্ষেত্রেই একই নিয়ম চালু করলো AICTE | অঙ্ক, পদার্থবিদ্যা, রসায়ন, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ইনফর্মেশন টেকনোলজি, বায়োলজি, ইনফর্মেশন প্র্যাক্টিসেস, বায়োটেকনোলজি, টেকনিকাল ভোকেশনাল সাবজেক্ট, ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স, বিজনেস গ্রাফিক্স, বিজনেস স্টাডিজ এবং অন্তেপ্রেনারশিপ এই বিষয় গুলো নিয়ে পড়াশোনা করলেও সে BE/B.Tech পড়ার সুযোগ পাবে |


কিন্তু শুধুমাত্র পাস করলেই হবে না 40% নম্বর পেতেই হবে | কিন্তু এইরকম নিয়মের ফলে দেশে খুবই নিম্ম মেধার ইঞ্জিনিয়ার তৈরী হবে বলে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের দাবি | তার সঙ্গে Entrance Exam তো আছেই। Joint Entrance Exam & IIT র ক্ষেত্রে অবশ্য ওই তিনটে বিষয়ে পরীক্ষা দিতেই হবে। তবে Joint Entrance -র সিলেবাসও ভবিষ্যতে পাল্টাতে পারে বলে জানানো হয়েছে।


ENGINEERING -র ক্ষেত্রে আগে আটটির মধ্যে 7টি সেমেস্টারেই অঙ্ক বাধ্যতামূলক ছিল। যে কারণে ইঞ্জিনিয়ারদের মেধা নিয়ে প্রশ্নের অবকাশ থাকত না বলে মত অধ্যাপকদের । বর্তমানে 3টি সেমেস্টারেই অঙ্ক বাধ্যতামূলক। চতুর্থ সেমেস্টারে তা ঐচ্ছিক। সে ক্ষেত্রে উচ্চমাধ্যমিকেই যদি অঙ্ক রাখতে না হয়, তা হলে ইঞ্জিনিয়ারিং মৌলিক বিষয়বস্তুই পড়ুয়াদের বোধগম্য হবে না বলে মত তাঁদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button