Do you also want to increase the battery power of mobile? Find out what to do
বেশি Capacity-র বা ভালো মানের After Market Battery কিনে লাগাতে পারেন।
Battery-র Power যে সময়ের সাথে কমতে থাকে এই হারকে আপনি কমিয়ে আনতে পারেন।
কিন্তু কিভাবে?
- Charging Condition এ ব্যবহার করবেন না | এতে Device-র Chip গুলো গরম হয় | এবং সে Heat ছড়িয়ে পড়ে Battery তে | আবার Battery নিজেও গরম হয় Charge হওয়ার সময় | তাই Overheat হয়ে Battery-র কার্যক্ষমতা দ্রুত কমে যায়।
- আপনার Low Battery Warning দিলে Phone টি Normal Temperature এ Charge দিয়ে দিন। গরম থাকলে একটু অপেক্ষা করে তারপরে Charge দিন।
- Phone এ Heavy Back Cover ব্যবহার করলে Charge দেয়ার আগে তা খুলে রাখুন। এই টিপসটি শুনে অদ্ভুত লাগলেও এটা Apple তাদের iPhone-র জন্য এই পরামর্শটি Officially দিয়েছে।
- Sim Internet ব্যবহার না করলে Sim Configuration 2G করে রাখুন।
- Bluetooth , Wi-Fi এগুলো ব্যবহার না করলে বন্ধ রাখুন।
- Phone-র Auto Brightness On করে দিন।
আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান ।