Third Party App সম্পর্কে সঠিক ধারণা জেনে নিন |

Get the right idea about Third Party App



যে কোনও App-র নামে Play Store এ Search করলে সেটির Official App ছাড়াও আরও অনেক ধরনের App খুঁজে পাওয়া যায় | যেগুলো অন্যান্য App Developer-র তৈরি।


EX:-আপনি যদি Twitter App Play Store এ Search করেন, তাহলে Twitter Corporation-র তৈরি Twitter App ছাড়াও আরো অনেক ধরনের Twitter App পাবেন | যেগুলো Twitter Develop করা App নয় |অন্যান্য Developer-র তৈরি |


যাদের Twitter-র সাথে কোনও সম্পর্ক নেই। তারা Twitter-র API  ব্যবহার করে ওই একই ধরনের App তৈরি করেছে | যেগুলোতে Official Twitter App-র তুলনায় অনেক বেশি ফিচার আছে বলে তারা দাবী করে | এই ধরনের App গুলোই হচ্ছে Third Party App ।


এখানে Twitter কে আমি শুধুমাত্র একটি Example হিসেবে ব্যবহার করেছি। এটি প্রায় সব ধরনের App এর ক্ষেত্রে দেখা যায়। Instagram & Facebook App ও যেগুলো Third Party Developer-র তৈরি | এসব App Third Party কারণ, এগুলো Facebook or Instagram নিজে তৈরি করেনি।


কোনও Service-র জন্য আগে থেকেই Dedicated Official App থাকার পরেও একই কাজের জন্য Third Party Developer-রা যেসব App তৈরি করে, সেগুলোই হচ্ছে Third Party App |


আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here