Marriage Algorithm to Live By – The Computer Science of Human Decisions by Brian Christian and Tom Griffiths: programming
Algorithm for Marriage: সম্পূর্ণ আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত যে আপনি কবে, কখন বিয়ে করবেন | সেই বিয়ে কতদিন টিকবে সেটা নির্ভর করবে আপনার এবং আপনার সঙ্গীর বোঝাপড়ার উপর। কিন্তু গবেষণা বলছে, অঙ্কবিদরা একটি Formula বার করেছেন, যা বলে দিতে পারবে আপনার বিয়ের বয়স কত হওয়া দরকার।
Read More: Health Department recruitment 2021: বেতন ৪০ হাজার টাকা! ডেটা অপারেটর সহ একাধিক পদে হবে কর্মী নিয়োগ |
Algorithm: Formula:
Tom Griffith and Brian Christian তাঁদের বই ‘‘Algorithm to Live by: The Computer Science of Human Decision’ এ এমন একটি Formula-র কথা উল্লেখ করেছেন | যা বলে দেবে বিয়ে করার সঠিক সময় কোনটি । তাঁদের Formula অনুযায়ী 26 Years বয়সে বিয়ে করলে সেই বিয়ে সবচেয়ে বেশি সফল।
Read More: Paddy Experiment: আমেরিকায় ধান নিয়ে গবেষণার সুযোগ পেলেন পূর্ব বর্ধমানের আকাশ | জানুন বিস্তারিত |
কিন্তু এই ফর্মুলার পিছনে যুক্তি একদমই ভিন্ন। যদি আপনি ভেবে নিয়ে থাকেন যে 40 Years-র মধ্যে কিছু কাজ শেষ করে ফেলতে হবে। তাহলে আপনার নির্ধারিত লক্ষ্যের 37% Complete করে ফেলতে পারলেই বিয়ে করে ফেলা উচিত | অঙ্কবিদরা এরকমই মতামত জানিয়েছেন । আপনি যদি 18-40 বছরের মধ্যে কিছু একটা করবেন, ভেবে থাকেন , তাহলে ফর্মুলা অনুযায়ী 22 Years বয়স বিয়ের জন্য আদর্শ বলে ধরে নেওয়া হবে।
Buy Now: Click Here
আপনি যদি 26 বছর বয়সের আগেই বিয়ে করেন তবে কি হবে?
Tom and Brian-র মতে, সেই দম্পতির মধ্যে সবচেয়ে বেশি ঝগড়া হবে যারা ২৬ বছরের আগে বিবাহিত হয়েছেন। কথায় কথায় তর্ক লাগতেই থাকবে। তবে নেকেই এই থিওরি ফর্মুলা মানতে চাননি। তাঁদের মতে 20-80 বছর বয়সের মধ্যে তাদের চিন্তাধারা বদলাতে পারে?? পছন্দ-অপছন্দ বদলাতে পারে। গবেষণায় দাবি করা হয়েছে 28-32 বছরের মধ্যে বিয়ে করলে সেই জুটি দীর্ঘ দিন সুখী হবে |