Learn the story of a respected Bengali scientist in America

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

West Bengal Scientist Facilitated by America


nb 22


United State of America-য় অন্যতম সেরা সম্মান ‘National Academy of Science’ -এর সদস্য হিসেবে নির্বাচিত হলেন বাঙালি Scientist Shankar Ghosh। এর আগে এই সম্মান পেয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ  Amartya Sen ও Abhijit Banerjee |


Academy 120 জন Scientist কে 2021-এ  বেছে নিয়েছে । তার মধ্যে অন্যতম Kolkata-র এই Bengali Scientist । Salt lake-র বাসিন্দা Shankar | Kolkata University থেকে Bio-Chemistry নিয়ে পড়াশোনার পরে America-য় পাড়ি দেন। Albert Einstein College of Medicine থেকে P.H.D। Post-Doctorate করেন Massachusetts Institute of Technology (MIT) তে |


 নোবেলজয়ী বিজ্ঞানী David Baltimore-র গবেষণাগার থেকে গবেষণা শুরু করেন। যুক্ত ছিলেন Yale University and Howard Hughes Medical Institute-র সঙ্গেও যুক্ত ছিলেন তিনি ।‘Silverstein and the Hot Family Professor’ শঙ্কর ঘোষ বর্তমানে Columbia University-র Microbiology & Immunology বিভাগের Chairman পদে রয়েছেন তিনি ।

Group Cards
Google News View Now

মানুষের শরীরের Immune system-র ভূমিকা নিয়ে কাজ করছেন তিনি দীর্ঘ ৩০ বছর ধরে । Cancer  থেকে Sepsis, diabetes রোগ প্রতিরোধ ব্যবস্থা যে ভূমিকা নেয়, তা নিয়ে একাধিক Research করেছেন। তিনি জানান, ‘‘এই সম্মান পেয়ে আমি অভিভূত।


সকলের সঙ্গে এই সম্মান ভাগ করে নিতে চাই আমি ,গত তিন দশকে যাঁরা আমার সঙ্গে গবেষণাগারে কাজ করেছেন, আমার পাশে থেকেছেন, আমায় পথ দেখিয়েছেন, আমার সহকর্মী, আমার প্রতিষ্ঠান ।’’শঙ্করের অন্যতম গুরুত্বপূর্ণ Research ‘Nuclear factor kappa b’। এটি একটি Protein Transcription Factorপ্রোটিন |


nb


Immune System-র সঙ্গে যুক্ত জিনের চরিত্র নিয়ন্ত্রণ করে এটি।সম্প্রতি গবেষণাগারে Sepsis নিয়ে একটি উল্লেখযোগ্য কাজ করেছেন তিনি এবং তাঁর সদস্যেরা। Immune Cell এ দু’টি Micro RNA চিহ্নিত করেন তিনি। Inflammation এ এই Micro RNA দু’টি তৈরি হয়। তিনি জানান , এই Micro RNA এ দু’টি পরীক্ষাগারে চিহ্নিত করা গেলে Infection বা সংক্রমণ কতটা জটিল, তা বোঝা সম্ভব হবে। সে ক্ষেত্রে কোন রোগীর Organ failureহয়ে Sepsis ও মৃত্যুর আশঙ্কা রয়েছে, তা আগে থেকে বোঝা সম্ভব হবে।

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here