Govt Schemes

Aadhar Card হারিয়েছেন? ঘরে বসেই কীভাবে পাবেন, জেনে নিন

Aadhar Card হারিয়েছেন? ঘরে বসেই কীভাবে পাবেন, জেনে নিন:


UIDAI বা Unique Identification Authority of India এর ওয়েবসাইট uidai.gov.in খুলতে হবে।

1.ওয়েবসাইটের হোমপেজে  ‘My Aadhar’ অপশনে ক্লিক করলে একাধিক লিস্ট ফরম্যাট নজরে আসবে। তালিকায় ‘Aadhar Service’ কলামে ‘Retrieve Lost or Forgotten EID / UID’ এই অপশনে ক্লিক করতে হবে।

আরো পোস্ট: মহাকাশে কেন পেন্সিল বা কলম ব্যবহার করা হয় না ?

2.নিজের ইচ্ছেমতো একটা Mobile নম্বর বেছে নিতে হবে। পুরো নাম, মোবাইল নম্বর, ইমেল-আইডি পূরণ করার পর Captchaআসবে স্ক্রিনে।

3.Send OTP অপশনে ক্লিক করতে হবে। মোবাইল নম্বরে ৪ বা ৬ ডিজিট কোডের একটি OTP আসবে। এরপর ফের মোবাইল নম্বরে আপনার EID/UID নম্বর আসবে।

আরো পোস্ট: আইস্ক্রিম আবিষ্কার এর সংক্ষিপ্ত ইতিহাস, পড়ুন বিস্তারিত

4.সবশেষে একটি পেমেন্ট গেটওয়ে পেজ আসবে। যেকোন ডিজিটাল পেমেন্টে ৫০ টাকা দিলেই আধার কার্ডের হার্ড কপি ১৫ দিনের মধ্যে পৌঁছবে আপনার বাড়িতে স্পিড পেস্টের মাধ্যমে।


 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button