1.5 lakh DRDO Oxycare System models to be bought with PM CARES Fund

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

DRDO Oxycare System



In the Defense Research and Development Organization(DRDO)র কাছ থেকে 1.5 Lakh Oxycare System কিনছে Central Government । তার জন্য Government-র খরচ হবে 322.5 Crore টাকা। Cylinder থেকে Oxygen Transfer করতে Help করবে এই Device।

 Oxycare System-র মাধ্যমে, রোগীর Blood-র SpO2 Level-র উপর নির্ভর করে, Cylinder থেকে Oxygen delivery করা হয়।

এই New Technology-র মাধ্যমে Oxygen-র অপচয় বন্ধ হবে। এছাড়াও Health workers-দের উপর থেকে কাজের চাপ অনেকটাই কমবে। একবার Oxycare Use শুরু করলে Health Workers দের Covid রোগীর কাছে গিয়ে আর Oxygen-র Flow পরীক্ষা করার প্রয়োজন পড়বে না।

Google News View Now

Medical Oxygen Use-র সময় রোগীর জন্য কত Oxygen flow প্রয়োজন তা এতদিন Health Workers-রা নিজহাতে Control করতেন। কিন্তু নতুন Oxycare System-র মাধ্যমে রোগীর Blood এ SpO2 Level- র উপর নির্ভর করে, automatically Oxygen Controlহবে।

DRDO-র Bangalore Branch Defense Bio-engineering and electro-medical laboratories-র (DEBEL) Scientist-রা এই Technology তৈরি করেছেন। বেশি উচ্চতায় Indian Army-র Oxygen Transfer-র জন্য ব্যবহার হয় Oxycare। ‘সব ধরনের পরিবেশের ব্যবহারের জন্য India তে তৈরি শক্তপোক্ত এইSystem, খুব সহজেই Covid-19 রোগীদের জন্য ব্যবহার করা যেতে পারে |

There are two variants of the Oxycare system: 

1st, Variant এ রয়েছে একটি 10 Litter Cylinder | একটি Pressure regulator and flow controller, a humidifier and a nasal cannula । SpO2 রিডিংয়ের উপর depend on করে Oxygen Flow Manually Control হবে।

2nd Configuration-এ একটি Electronic Control-র সঙ্গে Connect থাকবে Oxygen Cylinder | রোগীর SpO2 Level-র উপর Depend করে Oxygen Flow Control হবে। Central Government-র তরফে জানানো হয়েছে যে, 1 Lakh Manual Unit ও 50,000 Automatic Oxycare System কেনা হচ্ছে। একই সঙ্গে কেনা হবে Non-Ribrithar masks ও।

What exactly are the benefits of using Oxycare?

1.  SpO2 based Oxycare system use-র ফলে রোগীকে সঠিক পরিমাণ Oxygen Delivery চালিয়ে যাওয়া সম্ভব হবে |
2. এই System use-র ফলে Health Workers-দের উপর থেকে Pressure অনেকটাই কমবে।
3.  একবার Oxycare System Use Start হলে Health Workers-দের বারবার রোগীর কাছে এসে Oxygen Flow Control করতে হবে না।

  1. এছাড়াও Non-Ribrither Mask ব্যবহারের ফলে 30-40% Oxygen Save করা সম্ভব হবে। যদিও প্রত্যেক রোগীর জন্য Different Mask Use করতে হবে।

শুধুমাত্র Hospital নয়, বাড়িতেও যে সব রোগী Oxygen Support এ রয়েছেন সেই সব Covid-19 রোগীর জন্যও এই System Use করা যেতে পারে। এছাড়া Safe Home & Covid Care Center এও ব্যবহার করা হবে Oxycare।

আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান ।

WhatsApp Group Join Now
Google News View Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here