1.5 lakh DRDO Oxycare System models to be bought with PM CARES Fund

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

DRDO Oxycare System


drdo 1


In the Defense Research and Development Organization(DRDO)র কাছ থেকে 1.5 Lakh Oxycare System কিনছে Central Government । তার জন্য Government-র খরচ হবে 322.5 Crore টাকা। Cylinder থেকে Oxygen Transfer করতে Help করবে এই Device।

 Oxycare System-র মাধ্যমে, রোগীর Blood-র SpO2 Level-র উপর নির্ভর করে, Cylinder থেকে Oxygen delivery করা হয়।

এই New Technology-র মাধ্যমে Oxygen-র অপচয় বন্ধ হবে। এছাড়াও Health workers-দের উপর থেকে কাজের চাপ অনেকটাই কমবে। একবার Oxycare Use শুরু করলে Health Workers দের Covid রোগীর কাছে গিয়ে আর Oxygen-র Flow পরীক্ষা করার প্রয়োজন পড়বে না।

Group Cards
Google News View Now

Medical Oxygen Use-র সময় রোগীর জন্য কত Oxygen flow প্রয়োজন তা এতদিন Health Workers-রা নিজহাতে Control করতেন। কিন্তু নতুন Oxycare System-র মাধ্যমে রোগীর Blood এ SpO2 Level- র উপর নির্ভর করে, automatically Oxygen Controlহবে।

DRDO-র Bangalore Branch Defense Bio-engineering and electro-medical laboratories-র (DEBEL) Scientist-রা এই Technology তৈরি করেছেন। বেশি উচ্চতায় Indian Army-র Oxygen Transfer-র জন্য ব্যবহার হয় Oxycare। ‘সব ধরনের পরিবেশের ব্যবহারের জন্য India তে তৈরি শক্তপোক্ত এইSystem, খুব সহজেই Covid-19 রোগীদের জন্য ব্যবহার করা যেতে পারে |

There are two variants of the Oxycare system: 

1st, Variant এ রয়েছে একটি 10 Litter Cylinder | একটি Pressure regulator and flow controller, a humidifier and a nasal cannula । SpO2 রিডিংয়ের উপর depend on করে Oxygen Flow Manually Control হবে।

2nd Configuration-এ একটি Electronic Control-র সঙ্গে Connect থাকবে Oxygen Cylinder | রোগীর SpO2 Level-র উপর Depend করে Oxygen Flow Control হবে। Central Government-র তরফে জানানো হয়েছে যে, 1 Lakh Manual Unit ও 50,000 Automatic Oxycare System কেনা হচ্ছে। একই সঙ্গে কেনা হবে Non-Ribrithar masks ও।

What exactly are the benefits of using Oxycare?

1.  SpO2 based Oxycare system use-র ফলে রোগীকে সঠিক পরিমাণ Oxygen Delivery চালিয়ে যাওয়া সম্ভব হবে |
2. এই System use-র ফলে Health Workers-দের উপর থেকে Pressure অনেকটাই কমবে।
3.  একবার Oxycare System Use Start হলে Health Workers-দের বারবার রোগীর কাছে এসে Oxygen Flow Control করতে হবে না।

  1. এছাড়াও Non-Ribrither Mask ব্যবহারের ফলে 30-40% Oxygen Save করা সম্ভব হবে। যদিও প্রত্যেক রোগীর জন্য Different Mask Use করতে হবে।

শুধুমাত্র Hospital নয়, বাড়িতেও যে সব রোগী Oxygen Support এ রয়েছেন সেই সব Covid-19 রোগীর জন্যও এই System Use করা যেতে পারে। এছাড়া Safe Home & Covid Care Center এও ব্যবহার করা হবে Oxycare।

আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান ।

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here