Computer Mouse আবিস্কার এর কাহিনী জানতে ক্লিক করুন |

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

Click to know the story of the discovery of Computer Mouse



Steve Jobs Mouse-র ধারণাটি এর আবিষ্কারকের কাছ থেকে “চুরি” করে Apple-র নামে Patent Licenceকরিয়ে ফেলে | যার ফলে মাউসের আবিষ্কারক Douglas Engelbart ও তার সহকারী Bill English – কেউই কোন ফুটোকড়ি কিছুই পান নি।


Engelbart প্রথম Mouse-র ধারণা দেন। এর আগে Computer Display তে X-Axis ও Y-Axis  কোন কিছু নাড়াচাড়া করাবার কিছু ছিলনা। Engelbart শুধু ধারণাই দেন নি, বরং তিনি Bill English-র সাথে মিলে 1964 সালে একটা Wood Mouse তৈরি করে ফেলেন।


Bill English পরবর্তীতে Mouse টিকে আরও Improvement করেন। তিনি তাতে 3 টি বাটন দেন | আর Mouse টিতে কাঠের পরিবর্তে Plastic ব্যবহার করেন।

Google News View Now

1970 সালে Xerox Company Mouse-র একটা Demonstration-র আয়োজন করে। সে অনুষ্ঠানে তৎকালীন Apple-র সহ-প্রতিষ্ঠাতা Steve Jobs ও ছিলেন। 3 Button-র Mouse দেখে উনি চমৎকৃত হয়ে যান। উনি এটাকে তৎকালীন Apple Computer-র সাথে কিভাবে যুক্ত করা যায় তা নিয়ে চিন্তা ভাবনা শুরু করেন। 


Jobs তখনকার Apple-র Industrial Designer Din Hove কে দিয়ে Mouse-র Design আরও “উন্নত” করান | Three Button-র জায়গায় One Button দেন। তারপর Apple-র নামে License করিয়ে ফেলেন। ফলে Engelbart কোনই টাকা পয়সা পাননি তার আবিষ্কার থেকে।


আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান | বিজ্ঞান বিষয়ে আরও পোস্ট পড়তে আমাদের ফেসবুক পেজে লাইক করুন |

WhatsApp Group Join Now
Google News View Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here