Zomato stood by to deliver oxygen to the hospital

Join Our WhatsApp Group For New Update

Zomato and paytm open donations to provide Oxygen



Oxygen Supply দিতে এবার পাশে দাঁড়াল Zomato | Zomato Feeding India-র নতুন অভিযান ‘Help Save My India’ শুরু হয়েছে ।  এই অভিযানে Courier সংস্থা Delivery-র সঙ্গে যৌথভাবে Oxygen Cylinder ও প্রয়োজনীয় জিনিসপত্রের জোগান দেবে। ‘Help Save My India‘ অভিযানের জন্য ৫০ Crore-র তহবিল গঠনের চেষ্টা করছে Zomato।


এর জন্য তাঁদের সাহায্য করতে এগিয়ে এসেছে Digital Payment App & Wallet Paytm। রবিবার 50 Crore-র তহবিল গঠনের জন্য ইতিমধ্যেই Donation Drive শুরু করেছে তাঁরা। টাকা উঠলেই তা দিয়ে Oxygen Constructor জোগানের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে |


Oxygen Shortage এ সবচেয়ে খারাপ অবস্থা Delhi-র। এই অবস্থায় দেশে Oxygen-র জোগান বাড়াতে সাধ্যমতো Government-র পাশে এসে দাঁড়িয়েছে বিভিন্ন সংস্থা।


আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান ।

Join Our WhatsApp Group For New Update

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here