“OXYGEN EXPRESS” ঘাটতি মেটাতে Railway-র নতুন বিকলপ্প পথ |

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

Railway’s new alternative route to meet the “OXYGEN EXPRESS” deficit



Oxygen Express | করোনা সংক্রমণ এ মৃতের সংখ্যায় যেন Express ছুটছে। তারই মধ্যে Oxygen-র অভাব আশঙ্কা বাড়িয়ে তুলেছে। এবার সেই অভাব মেটাতে Train দেশের চিকিৎসার জন্য ব্যবহৃত Liquid Oxygen & Oxygen Cylinder । Railway মন্ত্রক এই ব্যবস্থার জন্য সম্পূর্ণ প্রস্তুত । এই ট্রেনকে বলা হচ্ছে Oxygen Express ।


Technical Fault সমাধান করে Rail জানিয়েছে, Train যাতে Liquid Oxygen নিয়ে আসা যায় তার ব্যবস্থা করা হয়েছে। মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের সরকার এই পরিষেবার জন্য Railway মন্ত্রকের কাছে আর্জি জানিয়েছিল ।


Liquid Oxygen & Oxygen Cylinder-র পর্যাপ্ত জোগান নিশ্চিত করতে Rail প্রস্তুত।Rail মন্ত্রকের পক্ষ থেকে Oxygen Express-র Green Signal মিলেছে ।

Google News View Now

Rail জানিয়েছে , Trial-র পর Blank Trunk Mumbai এবং তার সংলগ্ন Rail Station থেকে Vizag , Jamshedpur , Rourkela পাঠানো হবে। সেখান থেকে Oxygen Trunk ভর্তি হয়ে আসবে। 19th April -র মধ্যে  Green Corridor-র মাধ্যমে এই Train গুলি পৌঁছে যাবে Different State এ |


আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান ।

WhatsApp Group Join Now
Google News View Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here