HomeGovt SchemesUSB Type C কি?

USB Type C কি?

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

USB Type C কি?


Smart Update24,By Syed Mosharaf Hossain:

USB 2.0 এবং 3.0 এখন পর্যন্ত বাজারে প্রচলিত সবচেয়ে বেশি ব্যবহৃত USB port এবং ক্যাবল। আমাদের পিসি, ল্যাপটপ, ট্যাব, মোবাইল সবকিছু এই ব্যবহার। আর তাই প্রতিনিয়ত আমাদের উপরের এই ৩ ধাপ পার করতে হয়। USB Type C/ USB C/ USB 3.1 এই সমস্যা দূর করার পাশাপাশি আরো কিছু অসাধারণ ফিচার নিয়ে এসেছে।

1.Tiny size 2.Reversible adapter 3.Faster speed & much power 4.USB 2.0 & 3.0 compatible

5.More durability 6.All in one port/versatility

Google News View Now

সহজ কথায়, এর কোন সোজা/উল্টোদিক থাকবে না। এটিকে যে কোনদিক দিয়ে যেকোনভাবে প্রবেশ করানো যাবে। এর আকার অনেক ছোট আর চিকন বলে পিসি, ল্যাপটপ থেকে শুরু করে মোবাইল, ট্যাবসহ যেকোন চিকন ডিভাইসে এটি ব্যবহার করা যাবে কিন্তু তাতে এর পুরুত্ব বাড়বে না। কিন্তু ছোট বলে একে দুর্বল ভাবলে চলবে না। এটির ডাটা ট্রান্সফার রেট 10 Gb/s যা USB 3.0 এর ২ গুণ। একইসাথে এটি 100 watt বিদ্যুৎ পরিবহন করতে পারে যা যেকোন মোবাইল, ট্যাব থেকে শুরু করে ল্যাপটপ, উচ্চ ক্ষমতাসম্পন্ন গ্রাফিক্স কার্ড এমনকি 4K মনিটরকে বিদ্যুৎ সরবরাহ করার জন্য যথেষ্ট। এছাড়াও এটি ১০,০০০ সাইকেল durability rating যার অর্থ এটি ১০,০০০ বার ব্যবহার করা যাবে নিশ্চিন্তে।


এতে লাভ কি? : লাভ হলো এখন বিভিন্ন কাজের জন্য যেমন বিভিন্ন পোর্ট তখন আর তেমনটি দরকার হবে না, একই USB cable আর পোর্ট দিয়ে একইসাথে পিসি, ল্যাপটপ, ট্যাব, মোবাইলে গান, সিনেমা, ছবি, ফাইল ইত্যাদি ডাটা ট্রান্সফার, চার্জ করা, live streaming, কারেন্ট সাপ্লাই সব হবে। কারণ এটি যেমন চিকন ফলে যেকোন কম পুরুত্বের ডিভাইস (যেমন স্মার্টফোন, ট্যাব) ব্যবহারের উপযোগী, তেমনি ক্ষমতাশীল যেকোন বড় ডিভাইসে (পিসি, ল্যাপটপ) ব্যবহারের জন্য। আবার এটি দিয়ে যেমন চোখ ধাঁধানো গতিতে ডাটা ট্রান্সফার করা যাবে, তেমনি এটি দিয়ে যেকোনরকম ইলেকট্রনিক্স ডিভাইসে বিদ্যুৎ সরবরাহ করার যাবে সেটি যতই বিদ্যুৎখেকো হোক। আবার এর ডাটা ট্রান্সফার রেট বেশি হওয়াতে এই কেবল দিয়ে live streaming করাও অসম্ভব হবে না। তারমানে সব কাজের জন্য একই কানেক্টর, USB Type C।


ইতোমধ্যেই এই প্রযুক্তির সাথে ৭৫৭র বেশি কোম্পানি সংযুক্ত হয়েছে যেমন Samsung, Apple, LG etc etc। আর এরমধ্যেই এটি বের হয়ে গিয়েছে। এন্ড্রয়েড OS এর মধ্যে Marshmallow তে এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।


 

WhatsApp Group Join Now
Google News View Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular