“অঙ্ক” জিনিসটি একদমই ভুল প্রমান করলেন একটি ৮ বছর বয়সী মেয়ে | যাকে বলা হয় অঙ্কের জাদুকর | জানুন সে কিভাবে এর সমাধান করেছিল |

Smart Update24, by Swastika Paul


Mathematics | এই অঙ্ক জিনিসটা কিন্তু সেই কথাটি সম্পূর্ণ ভুল প্রমান করলো ৮ বছর বয়সী সোহিনী রায় চৌধুরী নামের এক ক্ষুদে অঙ্কের যাদুকর |


প্রতিবছরই ইল্যান্ড থেকে আয়োজন করা হয় “World Hall of Fame এর আর এবারে তাতে ছিল “ম্যাথলেটিক্স” নামের একটি অনলাইন গণিত জনপ্রিয়করণ সংস্থার অঙ্ক সমাধান প্রতিযোগীতার আয়োজন আর তাতেই অংশগ্রহন করে ৮ বছর বয়সী এই যাদু কন্যা।


ম্যাথলেটিক্স সাধারনত সারা বিশ্বের প্রাইমারী স্কুল পড়ুয়াদের অনলাইনে গণিত শিখায় আর এই প্রতিযোগিতায় তারা দেখতে চেয়েছিল কারা অতি দ্রুত ও নিখুঁত ভাবে অঙ্কের সমাধান করতে পারে। বিশ্বের অসংখ্য স্কুল গুলো থেকে প্রায় সহস্র Primary পড়ুয়াদের মধ্যে সোহিনী অংশগ্রহন করে ছিল বার্মিংহামের Nelshon Primary School থেকে আর সে শুধু অংশগ্রহনই করে নি বরং সে জায়গা করে নেয় সেরা ১০০ জনের মধ্যে তাও আবার অনেক উপরের সারিতে এতে শুধু “World Hall of Fame”নয় সোহিনী জায়গা করে নেয় বিস্ময় শিশু প্রতিভার তালিকায়।


এ ব্যাপারে সোহিনী বাবা মৈনাক বলছেন, ‘প্রতিযোগিতাটায় সোহিনী বেশ স্বাভাবিক মনে করছিলো এবং স্বাভাবিক ভাবেই অনেক উৎসাহের সাথে সে MATH গুলোর সমাধান করেছে। ’’ সোহিনীর বাবা মৈনাক রায় চৌধুরী পেশায় Accountant । ফিনান্সে করেছেন MBA।


তার প্রপিতামহ ডি এন রায় স্কটল্যান্ড থেকে লোকোমোটিভ ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশুনা শেষে দীর্ঘদিন চাকুরী করেছেন ভারতীয় রেলে। তার নাতনীর এরূপ সাফল্য তিনি জানান,‘‘আমাদের বংশগতির ধারাতেই এই প্রতিভা পেয়েছে সোহিনী |


আর এই গণিত কন্যার সাফল্যে যেন তার শিক্ষকরাও আনন্দিত তার এ সাফল্যে তার স্কুল শিক্ষক জানান,” সোহিনী সত্যি আমাদের গর্ব সে এবছরের প্রতিযোগীতায় বেশ কিছু উচ্চ ধাপের MATH সমাধান করেছে আর তার এই কর্মপ্রচেষ্টাই তাকে এ সাফল্য এনে দিয়েছে এবং আমিও মনে করি সোহিনী এটার যোগ্য। ”


এমন অঙ্ক যাদু কন্যার সাফল্যে সবাই যখন গদগদ তখন নয়া দিল্লির মেয়ে সোহিনী কে জিঙ্গেস করা হয় তুমি বড় হয়ে কি হতে চাও?? উত্তরটা জানতে চান? এই অঙ্ক যাদুকর যাদুকন্যা সোহিনী বড় হয় ডাক্তার হতে চায় ও সেবা করতে চায় বিশ্ববাসীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here