HomeGovt Schemesপশ্চিমবঙ্গের পলিটেকনিক কলেজগুলির ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষার আবেদন প্রক্রিয়া 6th May ...

পশ্চিমবঙ্গের পলিটেকনিক কলেজগুলির ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষার আবেদন প্রক্রিয়া 6th May থেকে শুরু হচ্ছে

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe
West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development (Technical Education Division)WB JEXPO Polytechnic Exam

Education :পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরী ও বৃত্তিমূলক শিক্ষা অর্থাৎ কারিগরি ভবন এর অন্তর্গত যে সমস্ত সরকারি ও বেসরকারি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজ গুলি 3 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রী প্রদান করছে 32 টির ও বেসি বিভিন্ন শাখায় Diploma Engineering Course Offer করা হয়।

পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কলেজগুলোতে তিন বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার জন্য যে প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ জেক্সপো এন্ট্রান্স এক্সাম দিতে হয়। এই দুই প্রবেশিকা পরীক্ষার জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়ার দিন ঘোষণা করল webscte.co.in


More:-1. Purbasthali-1 Government ITI, Best ITI College in West Bengal , 6th Rank Holder

2. Top Rank Govt. & Private ITI Colleges in West Bengal (ITI 2021)

Group Cards
Google News View Now

পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি ও বেসরকারি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজ গুলোতে এডমিশন নেওয়ার জন্য যে প্রবেশিকা পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশন এর পক্ষ থেকে নেওয়া হয়ে থাকে অর্থাৎ তিন বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের ক্ষেত্রে জেক্সপো ২০২১ এন্ট্রান্স এক্সাম এবং ল্যাটারাল এন্ট্রি মাধ্যমে অর্থাৎ মাত্র দুই বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের  জন্য ভোকলেট ২০২১ এন্ট্রান্স এক্সাম এর জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া 6th May 2021) থেকে শুরু ।

করনা ( COVID 19) আবহে সমস্ত শিক্ষার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে কারিগরি ভবন এর পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে এবছর শুধুমাত্র অনলাইনে ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে।  কোন রকম অফলাইন আবেদন প্রক্রিয়া ব্যবস্থা এবছর করা হবে না। ছাত্রছাত্রীরা নিচে প্রদত্ত এই লিংক থেকে অফিসিয়াল ওয়েবসাইট (webscte.co.in) গিয়ে  Rs.450 টাকা পেমেন্ট করে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে।


তোমাদের মধ্য থেকে যারা  জেক্সপো কোচিং নিতে চাও নিচের দেওয়া ব্যানারটি ভালো করে দেখো।

183217265 164077882311892 3343273445046102796 n

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular