HomeGovt SchemesBankura University has issued a new notification for admission in PhD

Bankura University has issued a new notification for admission in PhD

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

পিএইচডি’তে (PhD) ভর্তির নতুন বিজ্ঞপ্তি জারি করল বাঁকুড়া বিশ্ববিদ্যালয়1501566726php9uyzhc e1620370733479

পিএইচডি (PhD) করতে ইচ্ছুক প্রার্থীদের জন্য ভালো খবর। বাঁকুড়া বিশ্ববিদ্যালয় এইচডি ভর্তির জন্য নোটিফিকেশন জারি করেছে। আবেদন পত্র অফলাইনে করতে হবে। অ্যডমিশন টেস্ট এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে ভর্তি হওয়া যাবে। যে যে বিষয়ে এমফিল/ পিএইচডিতে ভর্তি হওয়া যাবে সেগুলো হলো-

PhD: Bengali, Botany, Education, English, History, Law, Philosophy, Political Science, Sanskrit, Santali, Social Work, Physics, Chemistry and Mathematics.

প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা :

*সকল আবেদনকারীর অবশ্যই ইউজিসি কর্তৃক স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় / ইনস্টিটিউট থেকে ২-বছরের এমএ অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে।
*জেনারেল এবং ওবিসি (NCL) প্রার্থীদের জন্য, সর্বনিম্ন ৫৫% এবং এসসি / এসটি / শারীরিক দৃষ্টিশক্তিহীন প্রার্থীদের জন্য, সর্বনিম্ন ৫০% নাম্বার থাকতে হবে।

আবেদন পদ্ধতি :
আগ্রহী প্রার্থী এখানে ক্লিক করে আবেদনপত্র পূরণ করে আবেদন করতে পারেন। হার্ডকপি পাঠাতে হবে।

Group Cards
Google News View Now

বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের পিএইচডি (PhD) গাইডলাইন মেনে উপযুক্ত প্রার্থী নির্বাচন করা হবে। আবেদনপত্র ২২ শে মে, ২০২১ এর মধ্যে নিবন্ধকের অফিসে পৌঁছাতে হবে এবং এর সাথে বাঁকুড়াতে প্রদেয় বাঁকুড়া বিশ্ববিদ্যালযয়ের নামে ১,০০০ / – টাকার ডিমান্ড ড্রাফ্টও রয়েছে। এসসি, এসটি এবং পিডব্লিউডি প্রার্থীদের জন্য ৮০০ টাকার ডিমান্ড ড্রাফ্ট লাগবে।

More: Top Rank Govt. & Private ITI Colleges in West Bengal (ITI 2021)

পিএইচডি (PhD) প্রোগ্রামের জন্য প্রবেশের পদ্ধতি :

সমস্ত প্রার্থী (যারা নেট/ সেট পাস করেছেন তাঁদের লিখিত পরীক্ষা লাগবে না) লিখিত পরীক্ষায় উপস্থিত থাকতে হবে।

লিখিত পরীক্ষায় পাস করলে একটি সাক্ষাত্কার / ভাইভাভয়েসের জন্য উপস্থিত থাকতে হবে

বিষয় অনুসারে শূন্যপদ:IMG 20210506 112920

পিএইচডি (PhD) প্রোগ্রামে ভর্তির জন্য প্রাসঙ্গিক বিস্তারিত তথ্য জানার জন্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://www.bankurauniv.ac.in সার্চ করতে বলা হচ্ছে।

গুরুত্বপূর্ণ তারিখ:
বিজ্ঞপ্তির তারিখ: ০৩/০৫/২০২১
অনলাইনে আবেদন শুরু: ০৩/০৫/২০২১
অনলাইনে আবেদন শেষ: ২৭/০৫/২০২১

পিডিএফ ফাইল ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুণ

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular