HomeGovt SchemesVirtual Aadhaar Card: Aadhaar Virtual ID - How to Generate Virtual ID...

Virtual Aadhaar Card: Aadhaar Virtual ID – How to Generate Virtual ID !

Virtual Aadhaar Card: এসে গেল 'ভার্চুয়াল আধার কার্ড' | আসল আধার কার্ড নিয়ে আর ঘুরতে হবে না |

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

Virtual Aadhaar Card: The ‘Virtual Aadhaar Card’ has arrived No need to go around with the original Aadhaar card


‘Virtual Aadhaar Card‘-এর ব্যবস্থা করল Unique Identification Authority of India (UIDAI)। গ্রাহকের মোবাইলেই স্থায়ীভাবে থাকতে পারবে এই Aadhaar Card।

দেশের পরিচয়পত্র বলতেই এখন সবার আগে নাম আসে Aadhaar Card-র। বড় থেকে ছোট সবার জন্যই রয়েছে Unic বা অনন্য পরিচয়। সম্প্রতি সেই তালিকায় যোগ হয়েছে ‘Aadhaar Card’। 5 Years-র কমবয়সি শিশুদের জন্য এই কার্ডের ব্যবস্থা করেছে UIDAI। সদ্যোজাতের আধার কার্ডের ব্যবস্থা করেছে আধার Authorities । Local Aadhaar Enrollment Center ছাড়াও কিছু হাসপাতালে রয়েছে সদ্যোজাতের পরিচয় পত্র Registration-র সুবিধা।

Read More: ‘Utsashree ‘ Online Portal: শিক্ষকদের জন্য নয়া প্রকল্প চালু করল রাজ্য সরকার ‘উত্সশ্রী’ |

vv scaled e1627227047343

Group Cards
Google News View Now

 

How do you make this card? What is the importance of the card?

আধার কার্ড থাকলেও তা সঙ্গে রাখা নিয়ে সমস্যা । আসল আধার কার্ড হারিয়ে গেলে পড়তে হবে সমস্যার মুখে। আধার অথরিটি গ্রাহকের এই সমস্যার সামধানে এগিয়ে এসেছে । তৈরি হয়েছে এই Virtual Aadhaar ID। UIDAI-এর Website থেকে তৈরি করা যায় ভার্চুয়াল আধার কার্ড।

Read More: Health Department recruitment 2021: বেতন ৪০ হাজার টাকা! ডেটা অপারেটর সহ একাধিক পদে হবে কর্মী নিয়োগ |

What is a virtual Aadhaar card?

  1. একটা 16 Digit-র ID।
  2. 2. কার্ডের পরিবর্তে এই Number নিজের কাছে রাখা যায়।
  3. 3. Banking related সুবিধা এই কার্ডের মাধ্যমে পাওয়া যায়।
  4. 4. বলা হয়, এর Validity কেবল 1 Days-র জন্য । তবে গ্রাহক অন্য কোনও Virtual ID তৈরি না করা পর্যন্ত এর Validity ফুরোয় না।
  5. 5. বর্তমানে আধারের ভার্চুয়াল আইডির কোনও Validity Time নেই |

How to create a virtual ID of Aadhaar?

1.প্রথমে আধারের Official Website https://www.uidai.gov.in-এ যান।

  1.  এবার আধার পরিষেবায় Log in করে Virtual ID তে Click করুন
  2.  New Page খুলে যাবে। সেখানে 16 Digit-র আধার নম্বর জমা দিন।
  3. এবার OTP-র জন্য Security Code তৈরি করুন।
  4. নিজের Registerd Mobile Number এ ও OTP দেখতে পাবেন।
  5.  OTP জমা দিয়ে এবার VID Option ক্লিক করুন।
  6. ভার্চুয়াল আইডির জন্য আপনার কাছে একটা Message আসবে।
WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular