HomeGovt SchemesVirtual Aadhaar Card: Aadhaar Virtual ID - How to Generate Virtual ID...

Virtual Aadhaar Card: Aadhaar Virtual ID – How to Generate Virtual ID !

Virtual Aadhaar Card: এসে গেল 'ভার্চুয়াল আধার কার্ড' | আসল আধার কার্ড নিয়ে আর ঘুরতে হবে না |

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

Virtual Aadhaar Card: The ‘Virtual Aadhaar Card’ has arrived No need to go around with the original Aadhaar card


‘Virtual Aadhaar Card‘-এর ব্যবস্থা করল Unique Identification Authority of India (UIDAI)। গ্রাহকের মোবাইলেই স্থায়ীভাবে থাকতে পারবে এই Aadhaar Card।

দেশের পরিচয়পত্র বলতেই এখন সবার আগে নাম আসে Aadhaar Card-র। বড় থেকে ছোট সবার জন্যই রয়েছে Unic বা অনন্য পরিচয়। সম্প্রতি সেই তালিকায় যোগ হয়েছে ‘Aadhaar Card’। 5 Years-র কমবয়সি শিশুদের জন্য এই কার্ডের ব্যবস্থা করেছে UIDAI। সদ্যোজাতের আধার কার্ডের ব্যবস্থা করেছে আধার Authorities । Local Aadhaar Enrollment Center ছাড়াও কিছু হাসপাতালে রয়েছে সদ্যোজাতের পরিচয় পত্র Registration-র সুবিধা।

Read More: ‘Utsashree ‘ Online Portal: শিক্ষকদের জন্য নয়া প্রকল্প চালু করল রাজ্য সরকার ‘উত্সশ্রী’ |

Google News View Now

 

How do you make this card? What is the importance of the card?

আধার কার্ড থাকলেও তা সঙ্গে রাখা নিয়ে সমস্যা । আসল আধার কার্ড হারিয়ে গেলে পড়তে হবে সমস্যার মুখে। আধার অথরিটি গ্রাহকের এই সমস্যার সামধানে এগিয়ে এসেছে । তৈরি হয়েছে এই Virtual Aadhaar ID। UIDAI-এর Website থেকে তৈরি করা যায় ভার্চুয়াল আধার কার্ড।

Read More: Health Department recruitment 2021: বেতন ৪০ হাজার টাকা! ডেটা অপারেটর সহ একাধিক পদে হবে কর্মী নিয়োগ |

What is a virtual Aadhaar card?

  1. একটা 16 Digit-র ID।
  2. 2. কার্ডের পরিবর্তে এই Number নিজের কাছে রাখা যায়।
  3. 3. Banking related সুবিধা এই কার্ডের মাধ্যমে পাওয়া যায়।
  4. 4. বলা হয়, এর Validity কেবল 1 Days-র জন্য । তবে গ্রাহক অন্য কোনও Virtual ID তৈরি না করা পর্যন্ত এর Validity ফুরোয় না।
  5. 5. বর্তমানে আধারের ভার্চুয়াল আইডির কোনও Validity Time নেই |

How to create a virtual ID of Aadhaar?

1.প্রথমে আধারের Official Website https://www.uidai.gov.in-এ যান।

  1.  এবার আধার পরিষেবায় Log in করে Virtual ID তে Click করুন
  2.  New Page খুলে যাবে। সেখানে 16 Digit-র আধার নম্বর জমা দিন।
  3. এবার OTP-র জন্য Security Code তৈরি করুন।
  4. নিজের Registerd Mobile Number এ ও OTP দেখতে পাবেন।
  5.  OTP জমা দিয়ে এবার VID Option ক্লিক করুন।
  6. ভার্চুয়াল আইডির জন্য আপনার কাছে একটা Message আসবে।
WhatsApp Group Join Now
Google News View Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular