HomeGovt Schemesএবার মহাকাশে পরিক্রমণ করবে ছাত্রছাত্রীদের বানানো উপগ্রহ | জানতে হলে ক্লিক করুন...

এবার মহাকাশে পরিক্রমণ করবে ছাত্রছাত্রীদের বানানো উপগ্রহ | জানতে হলে ক্লিক করুন |

Smart Update24, by Syed Mosharaf Hossain

 


Satellite | ভারতবর্ষের  1000 ছাত্রছাত্রী মিলে এই 100 উপগ্রহগুলি তৈরি করেছে। স্পেসএক্স গত 2 জানুয়ারি মহাকাশে এক সাথে 143 টি উপগ্রহ পাঠিয়ে বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছে তবে, এই রেকর্ড বেশিদিন টেকসই হচ্ছে না। আগামী ৭ ফেব্রুয়ারি এর চেয়ে বেশি উপগ্রহ মহাকাশে পাঠাতে চলেছে ভারত। এইগুলির মধ্যে 100 টি উপগ্রহ খুব ছোট আকারের, সবচেয়ে বড় কথা হালো এগুলি তৈরি করেছে দেশের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীরা। ছোট আকারের এই উপগ্রহ গুলিকে বলা হয়  সেটেলাইট। তামিলনাড়ুর রামেশ্বরমের এ পি যে আব্দুল কালাম উত্‍ক্ষেপণ কেন্তু থেকে এগুলিকে পাঠানো হবে। ফেমতো সেটেলাইট হচ্ছে খুব ছোট উপগ্রহ। সাধারণত, বিজ্ঞানের প্রশিক্ষণের সময় এইগুলির ব্যবহার হয়। এগুলি কিন্তু এবার আর সরকারি উদ্যোগে মহাকাশে পাঠানো হচ্ছে না। চেন্নাইয়ের স্পেইসজোন India & Martin  নামের একটি সংস্থার যৌথউদ্যোগের সহায়তায় এ পি যে আব্দুল কালাম ইন্টারন্যাশনা ফাউন্ডেশন এই উদ্যোগ নিয়েছে।

 


কালাম ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সচিব মিলিন্দ চৌধুরী জানান, যে 1000 ছাত্রছাত্রীএই ফেমতে উপগ্রহগুলি তৈরি করেছে তাদের মধ্যে 380  জন মহারাষ্ট্রের। তামিলনারুর 100  জনও রয়েছেন। চিলড্রে – একাডেমি অব মহারাষ্ট্রের 38  জন রয়েছেন। সবাইকে অনলাইন প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হয়। হাতেকলমে শিক্ষা দেয়া হয় পুণের Jayanta Rau College Of Engineering & Polytechnic থেকে ফেমতো উপগ্রহগুলির আয়তন চার সেন্টিমিটারে। প্রতিটি তৈরি করতে আট থেকে দশ ঘণ্টা সময় লাগে।


আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান । আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন । বিজ্ঞান বিষয়ে আরও পোস্ট পড়তে আমাদের ফেসবুক পেজে লাইক করুন । পুরো পোস্ট টি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular