Govt Schemes

একটি Motor চেক করার নিয়মাবলিঃ

একটি Motor চেক করার নিয়মাবলিঃ Rules for checking a motor


১, Motor স্টার অথবা ডেল্টা যে কানেকশান থাকুক না কেন, মোটরের  টারমিনালের পাত্তিগুলু আগে খুলতে হবে।

২, মাল্টিমিটার ক্ণটিনিউটিতে সিলেক্ট করতে হবে।

৩, তারপর ১ গ্রুপের একটি তারের মাথা কমন ধরে, মাল্টিমিটারের এক মাথা, অন্যটি ২য় গ্রুপের প্রতিটির সাথে ধরে, যদি দেখা যায় যে শুদু একটির সাথে কন্টিনিউটি দেখায়, তাহলে মোটর ঠিক আছে, যদি সবগুলার সাথে কন্টিনিউটি দেখায় তাহলে ঠিক নেই, কয়েল ফেজ টু ফেজ সট হয়েছে, এভাবে প্রতিটি কয়েল চেক করতে হবে।

৪, যদি যে কোন কয়েলের ১ টি মাথা মোটরের বডির সাথে সট দেখায় তাহলেও Motor ঠিক নেই।


আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান | বিজ্ঞান বিষয়ে আরও পোস্ট পড়তে আমাদের ফেসবুক পেজে লাইক করুন । 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button