Govt Schemes

কফিনে ২৫ হাজার জীবিত মানুষ!

কফিনে ২৫ হাজার জীবিত মানুষ! (25 thousand living people in the coffin)


জীবন কেমন তা বুঝতে সারি সারি কফিনে শুয়ে আছে জীবিত মানুষ। এমন এক পদ্ধতি চালু আছে দক্ষিণ কোরিয়ায়। এতে পর্যন্ত ২৫ হাজার মানুষ মৃত্যুর ভান করে জীবনকে বোঝার চেষ্টা করেছেন।

২০১২ সালে হাইয়োউন নামে একটি প্রতিষ্ঠান মানুষকে এ স্মৃতির সুযোগ দিচ্ছে। তারা এ পর্যন্ত ২৫ হাজার মানুষকে মৃত্যুর ভান করে জীবনকে আরও বেশি করে উপলব্ধির এ অভিনব মানসিক থেরাপি দিয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের খবরে বলা হয়েছে, এ থেরাপিতে অংশ নেয়া ৭৫ বছর বয়সী চো জায়-হী নামে এক নারী জানান, আপনি এভাবে মৃত মানুষের মতো কফিনে শুয়ে দেখুন, জীবন সম্পর্কে আপনার উপলব্ধি আরও বাড়বে।

তবে এ থেরাপি নেয়ার জন্য বয়সের কোনো বাধ্যবাধকতা নেই। কিশোর থেকে শুরু করে বয়স্করা পর্যন্ত প্রায় ১০ মিনিট এভাবে কফিনে মৃত্যুর ভান করে শুয়ে থাকতে পারেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র ২৮ বছর বয়সী চুই জিন-কিয়ার মতে, এভাবে কফিনে শুয়ে তার জীবনাচরণে বেশ পরিবর্তন এসেছে। আগে তিনি পাস করে চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চাকরির বাজারে নিজেকে প্রতিষ্ঠিত করার কথা ভাবতেন। কিন্তু কফিনে শুয়ে তার চিন্তাভাবনায় পরিবর্তন এসেছে।


 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button