Mobile App: CarePlix Vital
Contents
Covid-19 Situationএ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে Pulse Oximeter |
Oxygen Level Chech করতে Covid Possitive দের সাহায্য করেছে ছোট্ট যন্ত্র। চাহিদা থাকার কারণে পালস অক্সিমিটারের দাম এক ধাক্কায় বেড়েছে অনেকটাই। একটি পালস অক্সিমিটার কিনতে 2,000 টাকা খরচ করতে হয়।
শহররের একটি Health startup company এই APP তৈরি করেছে | যার নাম CarePlix Vital।
How to measure blood oxygen levels with the help of this app?
Smartphone ব্যবহার করে রক্তে Oxygen-র পরিমাণ মাপার জন্য রোগীকে Phone-র Camera-র নীচে আঙুল রাখতে হবে। এর পরেই ফোনের ক্যামেরার Flashlight on হয়ে যাবে |
রক্তে Oxygen-র পরিমাণ মাপা শুরু করে দেবে। তার ঠিক পরেই APP-র মাধ্যমে Smart Phone Display-তে রিডিং ভেসে উঠবে।
Kolkata-র যে Health startup company এই APP তৈরি করেছে, তার নাম CareNow Healthcare।
How to measure the amount of oxygen in the blood using the app?
আপাতত CarePlix Vital-এর এই APP ব্যবহারের জন্য Registration করতে হবে।
Report এ বলা হয়েছে, ‘আঙুল কত জোরে চেপে Camera-র উপরে রাখা হচ্ছে, তার উপরেই নির্ভর করবে রিডিং।
যত জোরে আঙুল Camera-র উপরে চাপা হবে, তত Perfect reading পাওয়া যাবে।’ মাত্র 40 Second Smart Phoner-র উপর আঙুল রাখলে, সেই ফোনের Dissplay-তে Reading ভেসে উঠবে। Internet Connection-র মাধ্যমে এই Record Cloud এ Save করা যাবে।
Just like a pulse oximeter, how successful is a mobile app to measure the amount of oxygen in the blood?
CarePlix Vital-এর আর এক সহ-প্রতিষ্ঠাতা মনসিজ সেনগুপ্ত বলেন, ‘ইতিমধ্যেই Kolkata-র Seth Shukla Karnani Memorial Hospital, 1200 জনের উপরে এই Device-র Clinical trials হয়েছে। এই ট্রায়ালে আমরা 96% সঠিকভাবে Heartbit ও 98% সঠিকভাবে রক্তে Oxygen Level পরিমাপ করতে পেরেছি।’
Download Now: (https://apkresult.com/en/careplex-vitals-apk)
আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান |